সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ সোমবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

আইজিপি নির্দেশনায় বলেছেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাঁদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাঁদের গ্রেপ্তার করা হবে। বাংলাদেশ পুলিশ এখন এটা নিয়ে কাজ করছে।’

সরকার কোনো ন্যায়সংগত বিক্ষোভে বাধা দেয় না উল্লেখ করে আইজিপি নির্দেশনায় আরও বলেছেন, ‘তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।’

এদিকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ‘ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন’ করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেছেন, ‘যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন এ ধরনের ন্যক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় বিনিয়োগকারী, কিছু বিদেশি বিনিয়োগকারী আছেন, যাঁরা বাংলাদেশের প্রতি আস্থা রাখতেন। তাঁরা সবাই আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন।’

আশিক চৌধুরী বলেছেন, ‘যারা এই জঘন্য ভাঙচুর চালিয়েছে, তারা দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার বিরোধী।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বল ছ ন

এছাড়াও পড়ুন:

ভিয়েতনাম থেকে এল ২০ হাজার মেট্রিক টন আতপ চাল

ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান, গত ৩ ফেব্রুয়ারি সই হওয়া জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ ০৯ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। নমুনা পরীক্ষার পর চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছিল। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব চাল এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে।

সম্পর্কিত নিবন্ধ