খেলার মাঠে মেলা বন্ধ চাইলেন ক্রীড়ামোদীরা
Published: 7th, April 2025 GMT
মেহেরপুর জেলা স্টেডিয়ামে মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজনের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়ামোদীরা। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক কর্মসূচিতে তারা ওই মেলা অন্য জায়গায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ‘স্বপ্নচূড়া’ নামের একটি সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা স্টেডিয়ামে বাণিজ্য মেলার অনুমতি দিয়েছেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। আগামী ২ মে শুরু হয়ে এই মেলা শেষ হওয়ার কথা ১ জুন। এখানে শতাধিক দেশীয় পণ্যের দোকানসহ খাবার ও বিনোদনের জন্য আলাদা স্টল বরাদ্দের অনুমতি নেওয়া হয়েছে।
সোমবারের কর্মসূচির উদ্যোক্তা ক্রিকেটার আসাদুর রহমান অনুর ভাষ্য, লেখাপড়ার জন্য সুস্থ দেহ ও মন দরকার। খেলার মাঠে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শরীরচর্চাসহ সুস্থ বিনোদন পায় শিক্ষার্থীরা। খেলাধুলা না থাকলে তারা বিপথগামী হতে পারে। তিনি মাঠ বাদ দিয়ে অন্য জায়গায় মেলা আয়োজনের আহ্বান জানান।
জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহাম্মেদ বিজন বলেন, ক্রীড়াঙ্গন টিকিয়ে রাখতে হলে মাঠের বিকল্প নেই। অথচ জেলা স্টেডিয়ামে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে, এটা দুঃখজনক। মেলার পর মাঠ খেলার জন্য তৈরি করতে দুই বছর সময় লেগে যাবে।
তাঁর ভাষ্য, ৯ বছর ধরে এখানে প্রথম বিভাগ ফুটবল ও ক্রীকেট খেলা বন্ধ। যখন মাঠে ক্রিকেট ও ফুটবল ফিরবে– এমন আশায় ক্রীড়ামোদীরা বুক বেঁধেছিলেন, এই সময়ে আয়োজন করা হয়েছে মেলার।
অন্য বক্তারা বলেন, বাণিজ্য মেলার নামে স্টেডিয়ামে হাউজিসহ নানা অসামাজিক কার্যকলাপের পাঁয়তারা চলছে বলে জানতে পেরেছেন। এই মাঠকে খেলার জন্য রেখে অন্য কোথাও মেলা আয়োজনের দাবি তাদের।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান লিটন, ক্রিকেটার মাহামুদুল হাসানসহ অন্য ক্রীড়া সংগঠকরা।
মেলা আয়োজনের জন্য স্বপ্নচূড়াকে অনুমতি দেওয়া হলেও মাঠের অনুমতি দেওয়া হয়নি বলে জানান মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তিনি বলেন, স্টেডিয়ামে মেলার আয়োজন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
জেলা প্রশাসক যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে আছেন, তা মনে করিয়ে দিলে তিনি বলেন, স্টেডিয়াম পেতে এখনও কেউ আবেদন করেনি। মেলা নিয়েও পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের একজন অসাধারণ বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার বিষয়ে কাজ করার কথা জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নি তারা কথা বলেছেন। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হচ্ছে।
তিনি বলেন, হামাসের হাতে জিম্মি বাকি ইসরায়েলিদের মক্তি চায় যুক্তরাষ্ট্র। এ জন্য আরেকটি চুক্তি নিয়ে কাজ চলছে।