কয়েক বছর আগে তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি নষ্ট হয়ে পড়ে আছে গ্যারেজে। অপর দুটি সচল থাকলেও তার চালক নেই। ছয় মাস আগে সবশেষ চালক বদলি হলে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে, অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় রোগীর দুর্ভোগের বিষয়টি তারা একাধিকবার মৌখিক ও লিখিতভাবে ওপর মহলে জানালেও কোনো সুরাহা হয়নি। এমন বেহাল দশা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের। 
হাসপাতাল সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাগ্রহীতাদের আধুনিক চিকিৎসার জন্য পর্যায়ক্রমে তিনটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের দেওয়া ওই তিনটির মধ্যে একটি অ্যাম্বুলেন্স অনেক আগেই অচল হয়ে গ্যারেজবন্দি আছে। অপর দুটি সচল অ্যাম্বুলেন্সের বিপরীতে মাত্র একজন চালকের পোস্টিং ছিল। ওই চালককেও গত বছরের ২৫ সেপ্টেম্বর অন্যত্র বদলি করা হয়। এর পর থেকেই হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে চালক না থাকায় সচল দুই অ্যাম্বুলেন্স পড়ে থেকে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। 
এদিকে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় হাসপাতালটিতে সেবা নিতে আসা মুমূর্ষু রোগীদের ভোগান্তির শেষ নেই।  বেসরকারি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশায় রোগী পরিবহনে দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ভুক্তভোগীদের। জনগুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বারবার প্রতিশ্রুতি দিলেও কেউই কথা রাখেননি। সবশেষ গত মার্চ মাসের উপজেলা মাসিক সভায় ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সমাধান করবেন বলে কথা দিলেও এখন পর্যন্ত তারা সেটি বাস্তবায়ন করেননি। 
গত শনিবার হাসপাতালটিতে গেলে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের সামনে কিছু মানুষ জটলা করে আছেন। এগিয়ে গিয়ে জানা যায়, তাদের একজন মুমূর্ষু রোগীকে বাইরে পাঠাতে হবে। সরকারি অ্যাম্বুলেন্স পাচ্ছেন না। ওই রোগীর স্বজন পৌর এলাকার নিশ্চিন্তপুর গ্রামের মুক্তিযোদ্ধা সুবল দাস জানান, তাঁর জামাই কৃষ্ণ দাস গলায় আঘাত পেয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে ডাক্তাররা রোগী দেখে রেফার করেছেন জরুরিভাবে তাঁকে বাইরের হাসপাতালে নিতে হবে। কিন্তু চালক নেই বলে তারা হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারছেন না। এ অবস্থায় স্বজনরা বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করেছেন।  কলেজপাড়া এলাকার সুশান্ত মালি নামে আরেক ভুক্তভোগী জানালেন, প্রতিনিয়ত এমন ভোগান্তির শিকার হন অনেকেই। তিনিও কিছুদিন আগে এমন পরিস্থিতিতে পড়েন। পরে বেশি টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত অ্যাম্বুলেন্সের চালক নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি। 
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শিশির কুমার ছানা বলেন, হাসপাতালে দ্রুত অ্যাম্বুলেন্স চালক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। 
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.

রেজাউল ইসলাম জানান, বিষয়টি তিনি ঝিনাইদহ জেলা সিভিল সার্জনকে  জানিয়েছেন। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় কার্যালয়েও চিঠি দেওয়া হয়েছে। চলতি মাসেই সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী। 
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ বিষয়টির দ্রুত সমাধানে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনে শিগগির তিনি বিকল্প ব্যবস্থা নেবেন।
ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত আছেন। বর্তমানে নতুন কোনো চালকের পোস্টিং হচ্ছে না। তার পরও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুতই একজন চালকের পোস্টিংয়ের ব্যবস্থা করতে উদ্যোগ নেবেন তিনি। 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: স ব স থ য কমপ ল ক স কর মকর ত ব ষয়ট সরক র

এছাড়াও পড়ুন:

সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, মদ্যপ পরিচালক গ্রেপ্তার

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ছয়জনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে কলকাতার নাট্যনির্মাতা সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর বিরুদ্ধে। পরে আহতদের মধ্যে একজন মারা গিয়েছেন।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঠাকুরপুকুর বাজারের কাছে ডিএইচ রোডে সিদ্ধান্তের গাড়ি বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়।

কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ-পশ্চিম (বেহালা) রাহুল দে ভারতীয় গণমাধ্যমে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে ঢুকে যায় একটি গাড়ি। এ ঘটনায় গুরুতর আহত হন ছয়জন। তাদের মধ্যে চারজনকে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

আরো পড়ুন:

কবে বিয়ে করবি, কবে বাচ্চা হবে, দেবের কাছে মায়ের প্রশ্ন

সুদীপ-পৃথার অসম বিয়ে ভেঙে গেল

বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার রোডের অন্য একটি বেসরকারি হাসপাতালে। গাড়িটির চালকের আসনে ছিলেন সিদ্ধান্ত। আশঙ্কাজনক দু’জনের মধ্যে একজন মারা গেছেন। তারপরই গ্রেপ্তার করা হয় সিদ্ধান্তকে। সোমবার (৭ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হবে।

শনিবার রাতে কলকাতার প্রথম সারির একটি পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক সিদ্ধান্ত। তার সঙ্গে ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেনগুপ্ত, প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। তারা প্রত্যেকে সান বাংলার নতুন ধারাবাহিক ‘ভিডিও বৌদি’-এর সঙ্গে যুক্ত।

নতুন কাজ উদযাপনের জন্যই পানশালায় গিয়েছিলেন তারা। রাতভর মদ্যপানের পর সকালে আলাদা আলাদা দু’টি গাড়িতে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। সিদ্ধান্তের গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋ এবং শ্রিয়া।

দুর্ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, দুর্ঘটনার পরও শ্রিয়া এমনই মাতাল ছিলেন যে, সোজা হয়েও দাঁড়াতে পারছেন না। পুলিশের গাড়িতে ওঠার সময় বেসামাল হয়ে রাস্তায় পড়ে যান তিনি।

ঋ সেনগুপ্ত বলেন, “আমি পরিচালকের গাড়িতে থাকলেও দুর্ঘটনার আগে নেমে যাই। ফলে এ বিষয়ে কিছুই জানতাম না। খবরটি জানার পর খুব খারাপ লাগছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

মদ্যপান না করার দাবি করে ঋ বলেন, “ভিডিও বৌমা’ ধারাবাহিকে অভিনয় করছি। ফলে সৌজন্যতার খাতিরে রাতপার্টিতে যোগ দিয়েছিলাম। আমি মদ্যপান করিনি, কোনোরকম নেশাই করি না।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ইসরায়েলের একজন অসাধারণ বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু
  • লক্ষ্মীপুরে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ‘সন্ত্রাসী’ সাজ্জাদকে সঙ্গে নিয়ে পুলিশের ‘সচেতনতামূলক’ মাইকিং
  • লক্ষ্মীপুর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
  • ভুমি ভাবতেই পারেননি তার জীবনে এই সুযোগ আসবে
  • ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমণিকে রুটিরুজির অংশ বানিয়েছে: শেখ সাদী
  • ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমনিকে রুটিরুজির অংশ বানিয়েছে: শেখ সাদী
  • ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমনিকে  তাদের রুটিরুজির অংশ বানিয়েছে: সাদী
  • সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, মদ্যপ পরিচালক গ্রেপ্তার