তিন পার্বত্য অঞ্চলে ব্যাংক বন্ধ ১৩ এপ্রিল
Published: 7th, April 2025 GMT
চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল (রবিবার) তিন পার্বত্য অঞ্চল রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সব ব্যাংক বন্ধ থাকবে।
সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, চৈত্র সংক্রান্তি উপলক্ষে রবিবার (১৩ এপ্রিল) তিনটি পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর সব শাখা, উপশাখা বন্ধ থাকবে।
আরো পড়ুন:
বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি
ট্রাম্পের শুল্ক
প্রভাব পড়বে না পুঁজিবাজারে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশ্লেষকদের
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল তিন পার্বত্য অঞ্চল রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ছুটি ঘোষণা করছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি জানান, পার্বত্য অঞ্চলে চৈত্র সংক্রান্তিতে বিজু, বৈষাবী, সাংগ্রাইসহ অনেক উৎসবের আয়োজন করা হয়। তাদের জন্য নির্বাহী আদেশে একটি ছুটির বন্দোবস্ত করা হয়েছে। এই ছুটি আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন যেমন- সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্যও এই ছুটি প্রযোজ্য হবে।
পরে ২৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করে তিন পার্বত্য অঞ্চলে ১৩ এপ্রিল ছুটি ঘোষণা করে।
ঢাকা/এনএফ/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা-শোভাযাত্রা
ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে। সোমবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
ঢাকার আদালত প্রাঙ্গণে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই শোভাযাত্রার উদ্বোধন করেন।
শোভাযাত্রায় অংশ নেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মোস্তাফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) নুরে আলম ভূইয়া, বিভিন্ন আদালতের বিচারক, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির নেতাসহ সাধারণ আইনজীবীরা অংশ নেন।
আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঢাকার আদালত প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়। ঢাকা, ২৮ এপ্রিল