এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Published: 7th, April 2025 GMT
সিদ্ধিরগঞ্জে মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সেমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় আদমজীনগর কদমতলী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গনে এ মিলাদ দোয়া ও সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সভাপতি মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো: মোশারেফ হোসেন।
তিনি বলেন, এই স্কুলের প্রতিটি বেঞ্চ, প্রতিটি দেয়াল তোমাদের গল্প জানে। তোমাদের না বলা কষ্ট, লুকিয়ে রাখা স্বপ্ন, বন্ধুদের প্রতি ভালোবাসার সবকিছু এই বিদ্যালয়ের স্মৃতির পাতায় লেখা থাকবে।
তোমাদের পথচলা শুভ হোক। জীবনে অনেক দূর এগিয়ে যেও, কিন্তু কখনো ভুলে যেও না, তোমাদের এই শিক্ষালয়, তোমাদের এই শিক্ষকরা একদিন তোমাদের শৈশবের অংশ ছিল। কোনো একদিন ফিরে এসো, বলো, "স্যার/ম্যাডাম, আমি পেরেছি! এই কথাটা শুনতে পারলে, আমাদের জীবন সার্থক হবে
শিক্ষাজীবনের এক গন্ডি পেরিয়ে তোমরা চলে যাচ্ছে জান সঞ্চয়ের মহাপ্রাঙ্গনে। তোমাদের সান্নিধ্যময় দিনগুলোতে আমরা লক্ষ্য করেছি তোমাদের জ্ঞান তৃষ্ণার প্রাবল্য। তোমাদের জীবনের পথ আলোকিত হোক জ্ঞানলোকের দীপাবলি সজ্জিত সুদৃশ্য শিখায়। তাই কেবলই পরিশুদ্ধ প্রার্থনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি লিপি আক্তার, মোঃ লোকমান হোসেন,মো: আবুল কাশেম তালুকদার মোঃ আবুল কাশেম (কবি), জিন্নাত আরা বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
পাবনায় ঈদের দিন সড়ক দুর্ঘটনায় আহত দুই বন্ধুর মৃত্যু
পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু গতকাল শুক্রবার রাতে মারা গেছে। ঈদের দিন বিকেলে বেড়াতে বের হয়ে তারা আহত হয়েছিল।
নিহত ব্যক্তিরা হলো গাইবান্ধা জেলা সদরের কামাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৭) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে হৃদয় হোসেন (১৭)। নয়ন সুলতানপুর পূর্বপাড়া গ্রামে নানার বাড়িতে থাকত। তারা দাশুড়িয়া দরগা বাজার উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেলে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়। জেলার আটঘরিয়া উপজেলার খিদিরপুর-দেবত্তর সড়কের বেরুয়ান এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে একজনকে ঢাকার একটি হাসপাতালে ও অন্যজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল দিবাগত রাত ১২টার দিকে নয়ন এবং রাত ২টার দিকে হৃদয়ের মৃত্যু হয়।
দাশুড়িয়া দরগা বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম নিহত দুজনের পরিবারের বরাত দিয়ে জানান, দুই বন্ধুকে ঈশ্বরদীর খালিশপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। তিনি জানান, নিহত দুজনের ১০ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।