চৈত্রসংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল রোববার তিন পার্বত্য জেলায় ব্যাংক বন্ধ থাকবে। সাধারণ ছুটির কারণে এদিন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার কোনো ব্যাংকের শাখা-উপশাখায় লেনদেন হবে না। অবশ্য এটিএমসহ অন্যান্য বিকল্প লেনদেন করা যাবে। সোমবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

চৈত্রসংক্রান্তি হলো বাংলা বছরের শেষ দিন তথা চৈত্র মাসের শেষ তারিখ। পুরাতনকে বিদায় এবং নতুন বছর বরণকে কেন্দ্র করে এদিন বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। এ বছর দিনটিতে পার্বত্য তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। যে কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব ব্যাংকের শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরদিন বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি থাকবে। এর মানে সাপ্তাহিক দু’দিন ছুটিসহ টানা চার দিন বন্ধ থাকবে এসব ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন চৈত্রসংক্রান্তি উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ১৩ এপ্রিল রোববার পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই তিন জেলায় অবস্থিত ব্যাংকের সব শাখা-উপশাখা এদিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ ত রস ক র ন ত ব ন দরব ন চ ত রস ক র ন ত

এছাড়াও পড়ুন:

আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা-শোভাযাত্রা

ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করেছে। সোমবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

ঢাকার আদালত প্রাঙ্গণে ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই শোভাযাত্রার উদ্বোধন করেন।

শোভাযাত্রায় অংশ নেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. মোস্তাফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) নুরে আলম ভূইয়া, বিভিন্ন আদালতের বিচারক, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির নেতাসহ সাধারণ আইনজীবীরা অংশ নেন।

আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঢাকার আদালত প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়। ঢাকা, ২৮ এপ্রিল

সম্পর্কিত নিবন্ধ

  • আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা-শোভাযাত্রা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন
  • এমডব্লিউ বাংলাদেশের উদ্যোগে মায়া বেঙ্গল ইন মোশন : টাইমলেস টেগোর
  • বর্ণিল আয়োজনে রাইজিংবিডির যুগপূর্তি উদযাপন