চৈত্রসংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় বন্ধ থাকবে ব্যাংক
Published: 7th, April 2025 GMT
চৈত্রসংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল রোববার তিন পার্বত্য জেলায় ব্যাংক বন্ধ থাকবে। সাধারণ ছুটির কারণে এদিন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার কোনো ব্যাংকের শাখা-উপশাখায় লেনদেন হবে না। অবশ্য এটিএমসহ অন্যান্য বিকল্প লেনদেন করা যাবে। সোমবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।
চৈত্রসংক্রান্তি হলো বাংলা বছরের শেষ দিন তথা চৈত্র মাসের শেষ তারিখ। পুরাতনকে বিদায় এবং নতুন বছর বরণকে কেন্দ্র করে এদিন বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। এ বছর দিনটিতে পার্বত্য তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। যে কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব ব্যাংকের শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরদিন বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি থাকবে। এর মানে সাপ্তাহিক দু’দিন ছুটিসহ টানা চার দিন বন্ধ থাকবে এসব ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন চৈত্রসংক্রান্তি উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ১৩ এপ্রিল রোববার পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই তিন জেলায় অবস্থিত ব্যাংকের সব শাখা-উপশাখা এদিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: চ ত রস ক র ন ত ব ন দরব ন চ ত রস ক র ন ত
এছাড়াও পড়ুন:
ছুটির পর প্রাণ ফিরল বাংলাবান্ধা বন্দরে
ঈদুল ফিতর উপলক্ষে আটদিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে বন্দরের কার্যক্রম।
বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন। তিনি বলেন,গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে মোট আটদিন ব্যবসায়িক সব কার্যক্রম বন্ধ রাখা হয়। আজ রোববার সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের সাব ইন্সপেক্টর ফিরোজ কবীর জানান, ঈদের টানা আটদিন ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।