চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে নিয়ে জেলার রাউজান ও নগরের বায়েজিদ বোস্তামীতে মাইকিং করেছে পুলিশ। তবে রিমান্ডে থাকা এই ‘সন্ত্রাসীর’ কোনো সহযোগীকে গ্রেপ্তার কিংবা অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, অভিযানে ফেরার পথে ‘সচেতনতা’ সৃষ্টির জন্য মাইকিং করা হয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘রিমান্ডে নেওয়া হয় আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্‌ঘাটনের জন্য। কার কাছে অস্ত্র আছে, কে অর্থ দেয়, নেপথ্যে কে ইত্যাদি জানার বিষয় আছে। মাইকিং করে আসামিকে প্রদর্শনের নজির নেই। এতে পলাতক আসামিরা পালানোর সুযোগ পান।’

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে ধরিয়ে দেন লোকজন। এর আগে গত ২৯ জানুয়ারি তাঁকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার। তার আগের দিন সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ১৫টি মামলা রয়েছে।

সাজ্জাদকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে জোড়া খুনের ঘটনা ঘটে। ৩০ মার্চ নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেট কারকে ধাওয়া দিয়ে গুলি করে ঝাঁঝরা করা হয়। এতে দুই আরোহী নিহত হন। ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরে তাঁর অনুসারীরা সরোয়ারের সহযোগীদের ওপর হামলা চালান বলে অনুমান করছে পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তিদের একজন বখতিয়ার হোসেনের মা ফিরোজা বেগম গত মঙ্গলবার বাকলিয়া থানায় মামলা করেন। মামলায় সাজ্জাদ, তাঁর স্ত্রী তামান্না শারমিনসহ সাতজনকে আসামি করা হয়। মামলার অন্য পাঁচ আসামি হলেন মো.

হাছান, মোবারক হোসেন, মো. খোরশেদ, মো. রায়হান ও মো. বোরহান। তাঁরা সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। এদিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ মো. বেলাল, মো. মানিক ও সজীব নামের তিনজনকে শনাক্তের পর গ্রেপ্তার করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সাতটি মোটরসাইকেলে ১৩ জন হামলায় অংশ নেন। তাঁদের হাতে ১০টি পিস্তল ও শটগান ছিল। কিন্তু এখনো কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।

গতকাল রোববার চান্দগাঁও থানার ইট ও বালু ব্যবসায়ী আফতাব উদ্দিন হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাজ্জাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বছরের ২১ অক্টোবর দুপুরে গুলি করে খুন করা হয় আফতাব উদ্দিনকে। এরপর রাতে সাজ্জাদকে নিয়ে রাউজানের কদলপুর এলাকায় যায় পুলিশ। সেখানে তাঁকে নিয়ে মাইকিং করে পুলিশ। পরদিন আজ সোমবার বিকেলে বায়েজিদ বোস্তামী এলাকায়ও মাইকিং করা হয়।

গ্রেপ্তার সাজ্জাদকে নিয়ে পুলিশের মাইকিং করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, চান্দগাঁও থানা–পুলিশ ও পুলিশের বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজমের সোয়াতের সদস্যরা সাজ্জাদকে ঘিরে হাঁটছেন। হাতকড়া পরা সাজ্জাদের গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। পুলিশের একজন হ্যান্ডমাইকে ঘোষণা দিচ্ছেন ‘সন্ত্রাসী ও ত্রাস ছোট সাজ্জাদকে সিএমপি কমিশনার স্যারের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রের কাছে কোনো সন্ত্রাসের জায়গা হবে না। আপনাদের এলাকায় যদি কোনো সন্ত্রাসী নাড়াচাড়া দিয়ে ওঠে, তাহলে ছোট সাজ্জাদের মতো তাদের পরিণতি হবে।’

জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, সাজ্জাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাউজানে অভিযান চালানো হয়। সেখান থেকে ফেরার পথে লোকজনকে সচেতনতা সৃষ্টির জন্য মাইকিং করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক য়

এছাড়াও পড়ুন:

হাতভাঙার ভুয়া এক্স-রে জমা দিয়ে মামলার অভিযোগ 

লক্ষ্মীপুরে হাত ভাঙার ভুয়া এক্স-রে প্রতিবেদন দেখিয়ে একটি হত্যাচেষ্টা মামলা করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসাতে অন্য একজনের এক্সরে রিপোর্ট মামলার ডকুমেন্ট হিসেবে থানায় জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক পরিবার।

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরে পৌর শহরের ২ নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায়। মামলার বাদী রুবিনা ইয়াছমিন। তিনি একই এলাকার ফরিদ হোসেনের স্ত্রী। 

রবিবার (৬ এপ্রিল) অভিযোগকারী স্কুলশিক্ষিকা দিল আফরোজা সাংবাদিকদের জানান, ভুয়া হাত ভাঙার প্রতিবেদনে দায়েরকৃত মামলায় তার স্বামী কলেজ শিক্ষক খোকন আলম পালিয়ে বেড়াচ্ছেন। আর এ কারণে ঈদের দিন শিক্ষক পরিবারটির ঘরে চুলার আগুন জ্বলেনি, বিলীন হয়ে গেছে ঈদ আনন্দ।  

ভুক্তভোগী শিক্ষক খোকন আলম একই এলাকার মৃত আবুল কালামের ছেলে। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের প্রভাষক। 

দিল আফরোজা বলেন, “রুবিনা ইয়াছমিনদের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। জমি নিয়ে আদালতে মামলা চলমান। বিরোধীয় জমিতে ১৪৪ ধারা মামলা রয়েছে। ২৫ মার্চ ঘরে ঢুকে লোহার রড দিয়ে পিটিয়ে রুবিনাকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তিনি আমার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। এতে ফেয়ার ডাগনস্টিক সেন্টারের একটি এক্সরে প্রতিবেদন দেখিয়ে সদর হাসপাতাল থেকে পুলিশ কেসের টোকেন নেওয়া হয়। ওই প্রতিবেদনটি ভুয়া ছিল। লিপি আক্তার নামে এক রোগীর প্রতিবেদনের নাম-ঠিকানা পরিবর্তন করে রুবিনা মামলার জন্য মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। মূলত রুবিনার হাত ভাঙেনি। আমার স্বামীকে ফাঁসাতে ঘটনাটি ঘটিয়েছেন।” 

ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী মো. রেজাউল করিম ও কম্পিউটার অপারেটর নন্দ দুলাল সরকার স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে রুবিনার এক্স-রে প্রতিবেদনটি ভুল বলে সত্যতা নিশ্চিত করা হয়। নন্দ দুলাল সরকার বলেন, “রুবিনার সাথের লোক আমাকে ভুল বুঝিয়ে অন্য একজনের এক্সরে প্রতিবেদন নিয়ে গেছে। মূলত তিনি কোন এক্স-রে করেননি।”

এদিকে রুবিনা ইয়াসমিন বলেন, “আমার হাত ভেঙেছে। আমি মামলা করেছি। এক্স-রে প্রতিবেদন সঠিক।” 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, “মামলার ঘটনাটি তদন্ত চলছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

ঢাকা/লিটন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ

  • লক্ষ্মীপুরে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ৬ মাস ধরে চালক নেই অ্যাম্বুলেন্স সেবাও বন্ধ
  • লক্ষ্মীপুর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
  • ভুমি ভাবতেই পারেননি তার জীবনে এই সুযোগ আসবে
  • ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমণিকে রুটিরুজির অংশ বানিয়েছে: শেখ সাদী
  • ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমনিকে রুটিরুজির অংশ বানিয়েছে: শেখ সাদী
  • ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীমনিকে  তাদের রুটিরুজির অংশ বানিয়েছে: সাদী
  • সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, মদ্যপ পরিচালক গ্রেপ্তার
  • হাতভাঙার ভুয়া এক্স-রে জমা দিয়ে মামলার অভিযোগ