‘একটা কথা আমি সব সময়ই বলি, যখন আমি বিভাগীয় শহরগুলোতে যাই। আপনারা দেখেছেন সংস্কার কার্যক্রমের ব্যাপ্তিটা কত। বিভিন্ন খাতে এখন সংস্কারের প্রশ্ন এসেছে, প্রস্তাব এসেছে ও সুপারিশ এসেছে। কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমি আমার বিচারক ভাই–কর্মকর্তাদেরও বলি, কোনো ক্ষেত্রেই, কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না, যদি বিচার বিভাগের সংস্কার না ঘটে।’

আজ সোমবার বেলা ১১টার দিকে দিনাজপুরের হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান ছিল এটি। সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দাদা-দাদী। আজ ওই প্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থীর হাতে পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা হয়তো জানেন, জুলাই–আগস্টের অভ্যুত্থানের পরেই আমার এই দায়িত্বভার গ্রহণ করা। খুব অল্প সময়ের মধ্যেই আমি আমাদের বিচারব্যবস্থা, বিচার বিভাগের অবকাঠামোগত সাংবিধানিক সুদূরপ্রসারী সংস্কারের একটি পথরেখা জাতির সামনে তুলে ধরেছিলাম।’

দিনাজপুরের হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের ১০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আহম দ

এছাড়াও পড়ুন:

শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল কি ভারতে নিষিদ্ধ, যা জানা গেল

পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের ইউটিউব অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে, যাঁদের মধ্যে শোয়েব আখতারও আছেন। আজ এনডিটিভি, ইকোনোমিক টাইমস, জি নিউজসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ কথা জানানো হয়।

দীর্ঘদিন ধরেই ‘শোয়েব আখতার ১০০ এমপিএইচ’ নামে নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট–বিষয়ক আলোচনা করে আসছেন শোয়েব। তাঁর ৩৮ লাখের মতো অনুসারী, যাঁদের মধ্যে অনেক ভারতীয়ও আছেন। তবে ২৮ এপ্রিল সোমবার সকাল থেকে ভারতে শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলটি দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনেক ভারতীয় এ কথা জানিয়েছেন। অনেকেই শোয়েবের ইউটিউব চ্যানেল যে দেখতে পারছেন না, সেটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করছেন।

আরও পড়ুনআর্নে স্লট: কিংবদন্তির জায়গা নিলেন এবং নিজেই কিংবদন্তি হয়ে গেলেন৪৯ মিনিট আগে

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুপারিশে দেশটিতে সম্প্রতি কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়। ওই হামলায় ২৬ জনের মৃত্যু হয়, যাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন পর্যটক।
ভারত সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে। কারণ, তারা উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কনটেন্ট, ভুয়া তথ্য এবং ভারতের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছিল।

শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল

সম্পর্কিত নিবন্ধ