নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। 

সোমবার সকালে (৭ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লালে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। 

মোহাম্মদ আলী রেজা রিপনের মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকার তৃতীয় সন্তান মোহাম্মদ আলী রেজা রিপন। দুই ভাইয়ের মধ্যে রিপন বড়। ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জল মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ।

উজ্জল জানান, সেহেরী খেয়ে ঘুমানোর পর ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রিপণ ভাই। সোমবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা নিয়মিত করেন তিনি। এ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে রিপন ভাইকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মরহুমের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (এনজেটিজেএ) সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: শ ক দ বস ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

‘শেখ হাসিনার প্রিয় গডফাদার ছিলেন শামীম ওসমান’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, "স্বৈরাচারী শেখ হাসিনা সারা দেশের মতো নারায়ণগঞ্জে তার প্রিয় গডফাদার শামীম ওসমানকে দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।’’

রবিবার (৬ এপ্রিল) দুপুরে নিউ হাজীগঞ্জ এলাকায় ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, ‘‘এ গডফাদার নারায়ণগঞ্জে মানুষের বুকে গুলি চালিয়ে অত্যাচার করেছেন। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করে নির্যাতন করেছেন। বিগত সময় ঈদেও আমরা পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। আমাদের সবাইকে পালিয়ে বেড়াতে হয়েছে।’’

ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভুঁইয়া, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন প্রমুখ। 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের পূর্ণ সমর্থনে 
  • নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • রেজা রিপনের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র শোক
  • রেজা রিপনের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
  • সাংবাদিক রবিনের শাশুড়ির ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র শোক  
  • সাংবাদিক রবিনের শাশুড়ির ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
  • সম্প্রীতির মাধ্যমে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে : ডিসি জাহিদুল
  • নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
  • ‘শেখ হাসিনার প্রিয় গডফাদার ছিলেন শামীম ওসমান’