নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় মাটি খুড়ার সময় মাটি ধ্বসে চাপা পড়ে আরাফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

এসময় রাকিব, হৃদয় ও সোহেল নামে আরো তিন যুবক আহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় ফতুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন দৃপ্তি ডাইংয়ে এঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, দৃপ্তি ডাইংয়ে চার শ্রমিক মাটি খুড়ার কাজ করছিলেন। তারা নিরাপত্তা ব্যবস্থা না করেই মাটি খুড়ে প্রায় ১০ ফিট গভিরে চলে যায়।

এসময় এক পাশের মাটি ও ইটের দেয়াল ধ্বসে চার শ্রমিকের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম নিহত হয়। 

পরে অপর তিনজনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহত শ্রমিকের লাশ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ভূঞাপু‌রের ইউএনও‌কে হুম‌কি দেওয়ায় আটক ‌১

টাঙ্গাইলের ভূঞাপু‌র বাসস্ট্যান্ডে গণপ‌রিবহ‌নে অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ গাড়ি পার্কিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তার কার্যালয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল ক‌রিম বলেন, ‍“রানা না‌মে একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।” 

এলাকাবাসী জানান, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। আজ ভূঞাপুর বাসস্ট্যান্ডে আসেন অনেকেই কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য। এসময় যাত্রীদের কাছ থেকে কয়েকটি পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ ওঠে।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক 

নারায়ণগঞ্জে রিভলবারসহ কিশোর গ্রেপ্তার

অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) পু‌লিশের সহায়তায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রেন। তারা প্রকাশ্যে ধূমপান, অবৈধভাবে গাড়ি পার্কিং এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকজন ব্যক্তি ও পরিবহনকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেন। এসময় সেখানে উপ‌স্থিত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একদল শ্রমিক অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় অভিযুক্ত রানা ইউএনও’র কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ইউএনও‌কে দেখে নেওয়ার হুম‌কি দেন। প‌রে পু‌লি‌শে তাকে আটক করে। 

ভূঞাপুরের ইউএনও মোছা. প‌পি খাতুন ব‌লেন, “বাসস্ট্যান্ড এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করা হয় বাড়‌তি ভাড়া আদা‌য়ের বিরু‌দ্ধে। এ ঘটনায় রানা না‌মের একজন উপজেলা কার্যাল‌য়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং আমাকে  হুম‌কি দেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।” 

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ
  • সিরাজগঞ্জে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ৪
  • ভূঞাপু‌রের ইউএনও‌কে হুম‌কি দেওয়ায় আটক ‌১
  • রূপগঞ্জে ৩ ডাকাত গ্রেপ্তার, বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার
  • কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর বাড়িতে ভাঙচুর-আগুন
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬