লাঠিপেটা না করে কৌশলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা সেই পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন পেয়েছেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ এতে সই করেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন আকারে বিষয়টি প্রকাশ করে।

এর আগে রিয়াদ হোসেনের কৌশলী পুলিশিংয়ের ভিডিও ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রশংসিত হয়। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগে কর্মরত।

প্রজ্ঞাপনে বলা হয়, নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) দেওয়া হলো। 

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার সময় লাঠিপেটার অঙ্গভঙ্গি করেন রিয়াদ হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীদের সরিয়ে দিতে হাতে থাকা লাঠি দিয়ে সড়কের ওপর আঘাত করছেন তিনি। কখনও ধাতব খুঁটিতে আঘাত করছেন। লাঠিপেটা করার ভঙ্গি করলেও তিনি কাউকে আঘাত করেননি। আবার আন্দোলনরতরাও সেখান থেকে সরে গেছেন। এই দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করেন, পুলিশিং এমনই হওয়া উচিত। কেউ কেউ তাকে পুরস্কৃত করার প্রস্তাব দেন। 

আইন উপদেষ্টা ড.

আসিফ নজরুল এ-সংক্রান্ত ভিডিও পোস্ট শেয়ার করে লেখেন, এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা।
 
আন্দোলন দমাতে দেশে পুলিশের মারমুখী আচরণের যে নজির সাম্প্রতিক অতীতে দেখা গেছে, তার বিপরীতে রিয়াদ হোসেন অনন্য উদাহরণ তৈরি করেছেন। একপর্যায়ে তাই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশংসিত এই পুলিশ সদস্যকে পুরস্কৃত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

এর আগে প্রতি বছরের পুলিশ সপ্তাহে পদক (পিপিএম ও বিপিএম) দেওয়া হত। তবে অন্তর্বর্তী সরকারের সময় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিচ্ছিন্নভাবে এ পদক দেওয়া হচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: র ষ ট রপত

এছাড়াও পড়ুন:

টিএনজেড গ্রুপের শ্রমিকদের মজুরি না দেওয়ায় গণতান্ত্রিক অধিকার কমিটির নিন্দা

ঈদের আগে টিএনজেড গ্রুপের তিন কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ না করায় তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। পাশাপাশি গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করে শহীদ ফিলিস্তিনিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছে তারা।

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নিচতলার টিচার্স লাউঞ্জে ড. হারুন উর রশীদের সভাপতিত্বে গণতান্ত্রিক অধিকার কমিটির ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ বিবৃতিতে সভার আলোচনার বিষয় ও কর্মসূচি সম্পর্কে জানানো হয়। সভা থেকে অন্তর্বর্তী সরকারের আট মাসের পর্যালোচনা নিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, তিন মাসের বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে গত ২৩ মার্চ শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছিল টিএনজেড গ্রুপের তিন কারখানার প্রায় তিন হাজার শ্রমিক। ২৭ মার্চ বিকেলে শুধু অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডের শ্রমিকদের এক মাসের বেতনের ৭০ ভাগ দেওয়া হয়। টিএনজেড অ্যাপারেলস এবং অ্যাপারেলস আর্ট লিমিটেডের শ্রমিকেরা কোনো টাকা পাননি। এই পরিস্থিতিতে তাঁরা ২৮ মার্চ সংবাদ সম্মেলন করে আরও ১৭ কোটি ৭৮ লাখ টাকা বকেয়ার হিসাব প্রকাশ করেন।

গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সদস্যদের প্রত্যাশা, আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) শ্রমসচিব তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী কারখানার শ্রমিকদের বকেয়া পরিশোধের যথোপযুক্ত ব্যবস্থা নেবেন।

সভায় সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। আর অন্তর্বর্তী সরকারের আট মাসের পর্যালোচনা নিয়ে ১৯ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে কর্মসূচি আহ্বান করা হয়েছে।

আরও পড়ুনটিএনজেড গ্রুপ: সচিবের আশ্বাসে আন্দোলন স্থগিত শ্রমিকদের২৯ মার্চ ২০২৫

সভায় অধ্যাপক আনু মুহাম্মদ, গবেষক মাহা মির্জা, গবেষক মাহতাব উদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, মানবাধিকারকর্মী ফেরদৌস আরা রুমী, রাজনৈতিক কর্মী আবদুল্লাহ আল কাফী, ফখরুদ্দিন কবীর আতিক, বাকী বিল্লাহ, ডা. জয়দীপ ভট্টাচার্য, সদরুল হাসান রিপন, চিকিৎসক ড. নাজমুস সাকিব, চলচ্চিত্রকর্মী আকরাম খান, সজীব তানভীর, রাফসান আহমেদ এবং গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিনিধিসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঅর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুরের টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেপ্তার১৪ নভেম্বর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ