দ্রুত ৯ দাবি পূরণের আহ্বান সচিবালয় সংযুক্ত পরিষদের
Published: 7th, April 2025 GMT
রেশনিং ব্যবস্থা চালু ও মহার্ঘ ভাতা দেওয়াসহ ৯ দাবি দ্রুত পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
সোমবার (৭ মার্চ) সচিবালয়ের বাদামতলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো.
এ সময় তারা বলেন, কয়েক মাস ধরে বঞ্চিত কর্মকর্তা- কর্মচারীদের আর্থিক সুবিধা দেওয়া, নতুন পে-কমিশন গঠনের আগে পর্যন্ত ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, রেশনিং প্রথা চালু, অবসরের বয়স বাড়ানো, পদনাম পরিবর্তন ও পদোন্নতি, সচিবালয় ভাতাসহ আমরা ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সংগ্রাম করছি। দাবি বাস্তবায়নের আশ্বাসও দেওয়া হয়েছে, কিন্তু এখনো আমাদের দাবি পূরণ করা হয়নি। বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানচ্ছি।
অনুষ্ঠানে আরা বক্তব্য রাখেন পরিষদ নেতা মো. তৌহিদুর রহমান, মো. বেলাল হোসেন, মানজার হোসেন, মো. নুরুজ্জামাল, তোফাজ্জল হোসেন, মো. নজরুল ইসলাম, গোলাম রব্বানী শাহিন, সুমন, জিয়াউর রহমান প্রমুখ।
এ সময় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মী ছাড়াও সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের হাওরে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ইন্দ্রজিৎ দাস (৩০) ও স্বাধীন মিয়া (১৫)। ইন্দ্রজিৎ উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ্র দাসের ছেলে। স্বাধীনের বাবার নাম ইদ্রিস মিয়া; বাড়ি খয়েরপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রামের হাওর এলাকায় বোরো ধান কাটার মৌসুম চলছে। প্রতিদিন কৃষকেরা ধান কাটতে বাড়ি থেকে হাওরে যান; ফেরেন সন্ধ্যায়। সকালে খাবার খেয়ে ইন্দ্রজিৎ ধান কাটতে যান। পরিবারের অন্য সদস্যের সঙ্গে স্বাধীনও যায় ধান কাটতে। সকাল নয়টার দিকে অষ্টগ্রামের আকাশ কালো হতে থাকে। কিছুক্ষণ পর ধমকা হাওয়া বইতে থাকে। বিরূপ আবহাওয়ায় অনেক কৃষক ধান কাটা রেখে বাড়ি ফিরে আসেন। কিন্তু ইন্দ্রজিৎ ও স্বাধীন হাওরে ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। সামান্য শিলাও পড়ে। তখন বজ্রপাতে দুজনের মৃত্যু হয়।
বজ্রপাতে দুজন কৃষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দুর্ঘটনাস্থলে ইন্দ্রজিৎ ও স্বাধীনের মৃত্যু হয়।