বোলিংয়ে ৪ উইকেট। ব্যাটিংয়ে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সে তাইবুর রহমান জেতালেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। সোমবার (৭ এপ্রিল) বিকেএসপির ৪ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়ে সুপার লিগের পথে একটু এগিয়ে গেল অগ্রণী ব্যাংক।

লিগে নয় ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়। তিনটি ম্যাচ হেরেছে তারা। অন্যদিকে ভালো অবস্থানে নেই ব্রাদার্স। সমান ম্যাচে এটি তাদের সপ্তম হার। শেষ দুই রাউন্ডে জয় না পেলে অবনমন লিগ খেলতে হতে পারে তাদেরকে।

আগে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স ৯ উইকেটে ২৩৮ রান করে। জবাব দিতে নেমে অগ্রণী ব্যাংক ৪৮.

৪ ওভারে জয় তুলে নেয়। ছোট পুঁজি নিয়েও ব্রাদার্সের বোলাররা চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেননি।

আরো পড়ুন:

অমিত-মজিদে রূপগঞ্জ টাইগার্সের বড় জয়

যাদের নাম হয়, তাদের বদনামও হয়: নাসির

ম্যাচ সেরা নির্বাচিত হওয়া তাইবুর ছয়ে নেমে ৪৫ বলে ১ চারে ৩৫ রান করেন। তার সঙ্গে সমান গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাতে নামা শুভাগত হোম। ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৫ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া সাদমান ইসলাম ৪৪, ইমরানউজ্জামান ২১ ও অমিত হাসান ২৫ রান করেন। মিডল অর্ডারে মার্শালের ব্যাট থেকে আসে ৪১ রান।

বোলিংয়ে তাইবুর ছিলেন দলের সেরা। ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন রুয়েল মিয়া ও আরিফ আহমেদ।

অভিজ্ঞ অলোক কাপালি ব্রাদার্সের হয়ে হাল ধরেছিলেন শেষ দিকে ব্যাটিংয়ে নেমে। ৫৭ বলে ৫৮ রান করেন ৪ চার ও ২ ছক্কায়। ৪৪ রান আসে মিজানুর রহমানের ব্যাট থেকে। ৩৩ করেন আইচ মোল্লা। তারা কেউই ভালো শুরুর পর থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। সোহাগ গাজীও শেষ দিকে ৩৪ রান যোগ করে পুঁজি বড় করতে রাখেন অবদান।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

তাইজুলকে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত বোলার’ বললেন তামিম

চট্টগ্রাম টেস্টে আজ প্রথম দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট পেয়েছেনতাইজুল ইসলাম। টেস্টে এ নিয়ে ১৬তমবার ইনিংসে ৫ উইকেট পেলেন  বাংলাদেশের বাঁহাতি স্পিনার। প্রথম দিনের খেলা শেষে তাইজুলের প্রশংসা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তামিম ইকবাল।

আরও পড়ুনতাইজুলের মনে হয় না তারা খেলা বোঝে১ ঘণ্টা আগে

বাংলাদেশের সাবেক অধিনায়কের পেজে তাইজুলের একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত (আন্ডাররেটেড) বোলার। এখন খেলা অন্য বোলারদের পরিসংখ্যান দেখুন, তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। আরেকবার ৫ উইকেট নিয়ে দারুণ খেলেছ তাইজুল।’

২০১৪ সালের সেপ্টেম্বরে টেস্ট ও ডিসেম্বরে ওয়ানডে অভিষেক তাইজুলের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ২০১৯ সালে। ওয়ানডে (২০) ও টি-টোয়েন্টির (২) চেয়ে টেস্ট ম্যাচই (৫২) বেশি খেলেন তাইজুল। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্টে প্রথম দিনের পারফরম্যান্সসহ মোট ৫৩ টেস্টে এ পর্যন্ত ২২৪ উইকেট নিয়েছেন তাইজুল। তাঁর টেস্ট সংস্করণের পারফরম্যান্সটা যাচাই করে দেখা যায়।

এখনো যাঁরা খেলছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নাথান লায়নের। অস্ট্রেলিয়ার অফ স্পিনারের টেস্ট অভিষেক ২০১১ সালে। তাইজুলের টেস্ট অভিষেকের সময় থেকে লায়নের পারফরম্যান্স—   ১০৩ টেস্টে ২৯.৪৮ গড়ে ৪৪১ উইকেট। মোট ২৪ বার ৫ উইকেট নিলেও তাইজুলের অভিষেকের পর থেকে ১৯ বার ৫ উইকেট নেন লায়ন। তবে অস্ট্রেলিয়া দল বাংলাদেশের চেয়ে অনেক বেশি টেস্ট খেলায় লায়ন এ সময়ে তাইজুলের চেয়ে অনেক বেশি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। বোলিং গড় এবং স্ট্রাইকরেটে লায়ন ও তাইজুলের মাঝে ব্যবধান বেশি না। তাইজুলের বোলিং গড় ৩১.৫৬, স্ট্রাইক রেট ৬১.৯, যেখানে লায়নের স্ট্রাইকরেট ৬১.৬ ও গড় ৩০.১৯।

আরও পড়ুনতাইজুলের ভেলকি, শেষ সেশনে গেল ৭ উইকেট২ ঘণ্টা আগে

ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন। টেস্টে তার অভিষেক ২০১১ সালে। তাইজুলের টেস্ট অভিষেক থেকে এই সংস্করণে ৮৫ ম্যাচে ২২.৮৪ গড়ে ৪৩০ উইকেট নেন অশ্বিন। এ সময়ে ২৮ বার পেয়েছেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার মতো ভারতও বেশি বেশি টেস্ট খেলায় স্বাভাবিকভাবেই এ সময়ে তাইজুলের তুলনায় বেশি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন অশ্বিন।

ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার ক্ষেত্রেও একই কথা খাটে। তাইজুলের অভিষেকের দুই বছর আগে টেস্টে অভিষেক জাদেজার। তাইজুলের অভিষেকের সময় থেকে এ পর্যন্ত ৬৮ টেস্টে ২৭৮ উইকেট নিয়েছেন জাদেজা। তবে তাঁর চেয়ে এ সময়ে বেশি সংখ্যকবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। জাদেজা এ সময়ে ৫ উইকেট নিয়েছেন ১৩ বার, তাইজুল নিয়েছেন ১৬ বার।

তাইজুল ৫ উইকেট নেওয়ার পর তাঁকে জড়িয়ে ধরেন অধিনায়ক নাজমুল

সম্পর্কিত নিবন্ধ

  • তাইজুলকে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত বোলার’ বললেন তামিম
  • বার্সেলোনা ও পিএসজি ছাড়া যে কীর্তি গড়ার সুযোগ নেই এবার আর কারও
  • শিক্ষা বিনিময় কার্যক্রমকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে: ঢাবি উপাচার্য
  • চট্টগ্রামে দর্শক-খরা কাটবে কি
  • নিষেধাজ্ঞা পিছিয়ে মাঠে নেমে ৩৭ রান করলেন হৃদয়
  • এল ক্লাসিকো: আজ কেমন হবে ফ্লিকের কৌশল, কোথায় বার্সেলোনার দুর্বলতা
  • নতজানু বিসিবির ‘নৈতিক’ পরাজয়