শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা থেকে আগত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে আনুমানিক ১ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে যাত্রী মোহাম্মদ মোকসুদ আহমেদ শারজা থেকে চট্টগ্রামে আসেন। তাঁর ব্যাগের ভেতরে হাতঘড়ির চেইন আকারে, মুঠোফোনের চার্জার ও এয়ারপডের ভেতর বিভিন্ন আকৃতি করে তৈরি এসব সোনা লুকানো ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোহাম্মদ মোকসুদ আহমেদের বাড়ি সাতকানিয়া উপজেলায়। তাঁর বাবার নাম আবদুল খালেক। আজ সকালে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে মোকসুদ দেশে ফেরেন। কিন্তু তিনি সোনা থাকার বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষের কাছে জানাননি। ব্যাগ নিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় মোকসুদের বাহ্যিক আচরণ সন্দেহজনক মনে হয়।

পরবর্তী সময়ে কাস্টমস প্রতিনিধি, বিমানবাহিনীর টাস্কফোর্স, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও বিমানবন্দর এভসেকের তল্লাশিতে এ সোনা উদ্ধার করা হয়। হিসাব করে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে, এই সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উইলিয়ামস-ওয়েলচের জুটিতে পঞ্চাশ

মধ্যাহ্ন বিরতির পর শতরান পেরিয়ে এগোচ্ছে জিম্বাবুয়ে। ওয়েলচ-উইলিয়ামস জুটিও ইতোমধ্যে পঞ্চাশ পেরিয়েছে। ওয়েলচ ৪৬ ও উইলিয়ামস ২৯ রানে ব্যাট করছেন। ৪৩ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১২৬ রান। বাংলাদেশ জুটি ভাঙতে মরিয়া হয়ে উঠেছে।

প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

সম্পর্কিত নিবন্ধ