রানের দেখা পাননি এনামুল হক বিজয়। তাতে গাজী গ্রুপ ক্রিকেটার্সও দেড়শর বেশি যেতে পারল না। দুই ম্যাচ পর নিজেদের দ্বিতীয় জয় পেতে বেগ পায়নি রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

মিরপুর শের-ই-বাংলায় সোমবার (৭ এপ্রিল) প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫৯ রানে থামে গাজীর ইনিংস। তাড়া করতে নেমে ৩৩.৩ ওভারে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রূপগঞ্জ টাইগার্স।

সর্বোচ্চ ৭৬ রান আসে অমিত মজুমদারের ব্যাট থেকে। ১০টি চারের মারে ৯৮ বলে এই রান করেন অমিত। তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। ওপেনিং জুটিতেই রূপগঞ্জ টাইগার্স ১৩৮ রান তোলে। ওপেনার আবদুল মজিদ ৫৩ রানে রিটায়ার্ড হার্ট না হলে দুজনেই ম্যাচ শেষ করে দিয়ে আসতে পারতেন।
মজিদ সাজঘরে ফিরলে ব্যাটিংয়ে আসেন দেড় বছর পর মাঠে ফেরা নাসির হোসেন। ৯ রানের বেশি করতে পারেননি এই অলরাউন্ডার। এরপর আব্দুল্লাহ আল গালিব (১৩) ও আল আমিন (২) জিতিয়ে মাঠ ছাড়েন। গাজীর হয়ে তোফায়েল আহমেদ ও আবদুল গাফফার ১টি করে উইকেট নেন।

আরো পড়ুন:

যাদের নাম হয়, তাদের বদনামও হয়: নাসির

‘কথা রেখে’ তানজিদের ঝলমলে সেঞ্চুরি

এর আগে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন গাজীর ব্যাটসম্যানরা। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তাহজিবুল ইসলাম ও শামীম মিয়া। তাহজিবুল সর্বোচ্চ ৩১ ও শামীম ২৪ রান করেন। আর কোনো ব্যাটার বিশের বেশি রান পাননি।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বিজয় ১০ রানের বেশি করতে পারেননি। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মহিউদ্দিন তারেক। ২ উইকেট করে নেন হুসনা হাবিব ও ফয়সাল আহমেদ।
নবম ম্যাচে এটি গাজীর তৃতীয় হার। অন্যদিকে সমান ম্যাচে রূপগঞ্জের দ্বিতীয় জয়। তাদের অবস্থান টেবিলের নবম স্থানে। আর গাজী আছে তিনে।
 

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

উইলিয়ামস-ওয়েলচের জুটিতে পঞ্চাশ

মধ্যাহ্ন বিরতির পর শতরান পেরিয়ে এগোচ্ছে জিম্বাবুয়ে। ওয়েলচ-উইলিয়ামস জুটিও ইতোমধ্যে পঞ্চাশ পেরিয়েছে। ওয়েলচ ৪৬ ও উইলিয়ামস ২৯ রানে ব্যাট করছেন। ৪৩ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১২৬ রান। বাংলাদেশ জুটি ভাঙতে মরিয়া হয়ে উঠেছে।

প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

সম্পর্কিত নিবন্ধ