সাংবাদিক রবিনের শাশুড়ীর ইন্তেকাল, শোক
Published: 7th, April 2025 GMT
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, বেসরকারি টিভি চ্যানেল এনটিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক মানব জমিন প্রত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিনের শাশুড়ী রাজিয়া সুবেদার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৭ এপ্রিল) সকাল ৯ টায় রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বাদ আসর সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার রেললাইন বাইতুন নূর জামে মসজিদে জানাযা শেষে আদমজী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও আত্নীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গিয়েছেন।
এদিকে বিল্লাল হোসেন রবিনের শাশুড়ীর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ণ নারায়ণগঞ্জসহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী সংগঠন ও ব্যক্তিবর্গগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের বন্দরে রনি নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রনি (৩০) বন্দরের ১নং মাধবপাশা এলাকার ছলিমউদ্দিন ওরফে ছৈল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদক কারবারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসবের জের ধরেই এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রনির চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। কিছু দিন সে পুলিশের সোর্স হিসেবেও কাজ করে। তাকে গ্রেপ্তারের দাবিতে সম্প্রতি মাধবপাশা, সেনপাড়াসহ আশপাশের ৫ গ্রামের মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এরপর গা-ঢাকা দেয় রনি।
রোববার এলাকায় ফিরে এসে মাসুদ মিয়ার ছেলে রাসেলকে মারধর করে রনি। এর জের ধরে বিকেল সাড়ে ৫টার দিকে মাধবপাশার হাজী নূর বক্স রোডে রনিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রনিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।