কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এ ছাড়া বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর জমি জব্দ ও ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত কুমারের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তাঁর ব্যাংক হিসাবে জমা থাকা টাকার পরিমাণ ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।

সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের বিরুদ্ধে ৩০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে, এই অবস্থায় তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। শুনানি নিয়ে আদালত আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

দুদকের তথ্য বলছে, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর মাদারীপুরের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কাল সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

হৃদ্‌রোগের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন আগেই। অপেক্ষায় ছিলেন শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে দেশের বাইরে গিয়ে চিকিৎসক দেখানোর। তামিমের পারিবারিক সূত্র জানিয়েছে, কাল উন্নত চেকআপের জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি।

গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে হৃদ্‌রোগে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তাৎক্ষণিক তাঁকে বিকেএসপির কাছের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। ব্লক ধরা পড়ার পর সেখানেই তাঁর হার্টে একটি রিং পরানো হয়।

আরও পড়ুনবাংলাদেশ দলে এবার মুম্বাই ইন্ডিয়ানসের কোচ৫১ মিনিট আগে

পরদিন পারিবারিক সিদ্ধান্তে তামিমকে আনা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। সেখানে কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ২৮ মার্চ তিনি বাসায় ফিরে যান। এরপর থেকে বাসাতেই আছেন তামিম। তবে পারিবারিকভাবে তখনই সিদ্ধান্ত হয়েছিল, শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাঁকে উন্নত পরীক্ষা–নিরীক্ষার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।

তামিম এখন অনেকটাই ভালো আছেন

সম্পর্কিত নিবন্ধ