ঝালকাঠিতে খালে নেমে শিক্ষার্থীর মৃত্যু
Published: 7th, April 2025 GMT
ঝালকাঠি শহরের একটি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাদী নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল সংলগ্ন গুরুদাম খালে তার মৃত্যু হয়।
মারা যাওয়া মাহাদী শহরের এবায়দুল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় একটি হেফজ মদরাসার শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী জানান, বন্ধুদের সঙ্গে আজ দুপুরে গুরুদাম খালে গোসল করতে নামে মাহাদী। তাকে ডুবে যেতে দেখে স্থানীয় কয়েকজন যুবক খালে নামেন। তাকে উদ্ধারের চেষ্টা করে ওই যুবকরা ব্যর্থ হন। ঘটনার দুই ঘণ্টা পর মাহাদীর মৃতদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরো পড়ুন:
এসএসসি পরীক্ষা পেছানোর ‘সুযোগ নেই‘
জবির লড়াকু ছেলেটির পাশে ছাত্রদলের শাহরিয়ার
পুলিশ জানায়, মাহাদী দুপুর সাড়ে ১২টার দিকে তিন-চার বন্ধুর সাথে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার অভিযানে নামে। পরে স্থানীয়দের সহায়তায় মাহাদীর মৃতদেহ উদ্ধার হয়।
ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক মিলন মল্লিক বলেন, “বন্ধুদের সঙ্গে খালে গোসলে নেমে নিখোঁজ হয় মাহাদী। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”
ঢাকা/অলোক/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কাল সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম
হৃদ্রোগের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন আগেই। অপেক্ষায় ছিলেন শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে দেশের বাইরে গিয়ে চিকিৎসক দেখানোর। তামিমের পারিবারিক সূত্র জানিয়েছে, কাল উন্নত চেকআপের জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি।
গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে হৃদ্রোগে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তাৎক্ষণিক তাঁকে বিকেএসপির কাছের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। ব্লক ধরা পড়ার পর সেখানেই তাঁর হার্টে একটি রিং পরানো হয়।
আরও পড়ুনবাংলাদেশ দলে এবার মুম্বাই ইন্ডিয়ানসের কোচ৫১ মিনিট আগেপরদিন পারিবারিক সিদ্ধান্তে তামিমকে আনা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। সেখানে কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ২৮ মার্চ তিনি বাসায় ফিরে যান। এরপর থেকে বাসাতেই আছেন তামিম। তবে পারিবারিকভাবে তখনই সিদ্ধান্ত হয়েছিল, শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাঁকে উন্নত পরীক্ষা–নিরীক্ষার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।
তামিম এখন অনেকটাই ভালো আছেন