সহ–অধিনায়ক থেকে ‘প্রমোশন’ হ্যারি ব্রুকের
Published: 7th, April 2025 GMT
সাদা বলের সংস্করণে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ তাঁকে আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করে। গত ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ডের বিদায়ের পর এই সংস্করণে অধিনায়কের দায়িত্ব ছাড়েন জস বাটলার। ২৬ বছর বয়সী ব্যাটসম্যান ব্রুক তাঁর জায়গা নিলেন।
আরও পড়ুননাসির বললেন—এগুলো হচ্ছে ভুয়া কথা, তারকা-মারকা বলে কিছু নেই৫৫ মিনিট আগেব্রুক সাদা বলে আগেই ইংল্যান্ডের সহ–অধিনায়কের দায়িত্বে ছিলেন। বাটলারের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্বও করেন। স্থায়ী অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ব্রুকের প্রথম সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মে মাসে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।
অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ব্রুক বলেছেন, ‘ইংল্যান্ড দলের সাদা বলের অধিনায়ক হওয়া আমার জন্য বিশেষ সম্মানের। হোয়ার্ফেডেলের বার্লেতে শৈশবে ক্রিকেট খেলার সময় থেকে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছি, ইংল্যান্ডের হয়ে খেলতে চেয়েছি, একদিন নেতৃত্ব দেওয়ার স্বপ্নও দেখেছি। এখন সেই সুযোগ পাওয়াটা আমার কাছে অনেক বড় বিষয়।’
২০২২ সালে আন্তর্জাতিক অভিষেকের পর সব সংস্করণে নিজেকে ইংল্যান্ড দলের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ব্রুক। বাটলার সরে দাঁড়ানোর পর সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাঁর নামই বেশি শোনা গেছে। টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় এই ব্যাটসম্যান গত বছর মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে ৩১৭ রানের ক্যারিয়ার–সেরা ইনিংস খেলেন।
আরও পড়ুনপাকিস্তানে কাজ করে কোচিংয়ের স্বাদ মিটে গেছে গিলেস্পির৪ ঘণ্টা আগেব্রুকই যে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হচ্ছেন, সেটা আরও জোরালো হয় এবার আইপিএল শুরুর আগে তিনি দিল্লি ক্যাপিটালস থেকে সরে দাঁড়ানোয়। টানা দ্বিতীয়বারের মতো সিদ্ধান্ত নেওয়ার পেছনে ব্রুক জানান, ইংল্যান্ড দলই তাঁর ‘অগ্রাধিকার ও মনোযোগ’–এর জায়গা। দুই বছরের জন্য তাঁকে আইপিএলে নিষিদ্ধও করে বিসিসিআই কর্তৃপক্ষ। আগামী ১২ মাস ব্যস্ত সময়ও ইংল্যান্ড দলের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ আছে, এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।
অধিনায়ক হিসেবে ব্রুকের অভিজ্ঞতা তেমন নেই। তবে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ হারে প্রশংসিত হয়েছিল ব্রুকের কৌশলগত নেতৃত্বগুণ। ২০১৮ বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ দলকেও নেতৃত্ব দিয়েছেন ব্রুক। এ ছাড়া ছেলেদের ‘হানড্রেড’ টুর্নামেন্টে মাঝেমধ্যে নর্দান সুপারচার্জার্সেরও অধিনায়কত্ব করেছেন।
ওয়ানডেতে অনেকে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে বেন স্টোকসকে দেখলেও টি-টোয়েন্টিতে ব্রুকের বিকল্প ছিল না। স্টোকস হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। ইংল্যান্ড জাতীয় দলের ব৵বস্থাপনা পরিচালক রব কি বলেছেন, ‘দুই সংস্করণেই হ্যারি ব্রুক ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হওয়ার প্রস্তাব গ্রহণ করায় আমি আনন্দিত।’
ইংল্যান্ডের হয়ে ২৬ ওয়ানডেতে ৩৪ গড়ে ৮১৬ রান করেছেন ব্রুক। ৪৪ টি-টোয়েন্টিতে ২৮.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ই ল য ন ড দল স স করণ কর ছ ন
এছাড়াও পড়ুন:
অবশেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি শুরু
অনেক বাধাবিপত্তির পর অবশেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আন্তবিভাগে রোগী ভর্তি শুরু হয়েছে। আজ রোববার দুপুরে মেডিসিন বিভাগে এক নারী রোগীকে ভর্তির মাধ্যমে প্রথমবারের মতো রোগী ভর্তি চালু হয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আক্রামুজ্জামান মিন্টু। তিনি বলেন, ‘রোগী ভর্তি শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।’
আরও পড়ুনকুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ১০ জুলাই ২০২৪আরও পড়ুনকুষ্টিয়া মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যানজট১০ ফেব্রুয়ারি ২০২৫মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আনোয়ারুল ইসলামও সোমবার রোগী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেছেন। মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, ২০১১ সালে অস্থায়ী ক্যাম্পাসে (কুষ্টিয়া শহরে ম্যাটস ক্যাম্পাস) কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হয়। মূল ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয় ২০২২ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে। সেখানে ছয়তলা একাডেমিক ভবন, চারতলা করে দুটি হোস্টেল ভবন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিন ও দোতলাবিশিষ্ট ডরমিটরি, মসজিদ এরই মধ্যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করা হয়। তবে মেডিকেল কলেজের হাসপাতাল চালু না হওয়ায় ক্যাম্পাস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস করেন। শিক্ষার্থীরা দুটি ভাড়া বাসে যাতায়াত করেন। সব মিলিয়ে ক্যাম্পাসে বর্তমানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী আছেন।
গত বছরের ১০ জুলাই ও চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ওই মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা। মেডিকেল কলেজের হাসপাতাল চালু না হওয়ায় সেখানকার শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষের ব্যাপক অসুবিধা হচ্ছে। বিষয়টি নিয়ে এক পর্যায়ে হাসপাতালের পরিচালক আনোয়ারুল কবীর শিক্ষার্থীদের কাছে লিখিত দিয়ে জানান, ২০ দিনের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিশু ও মেডিসিন বিভাগ চালু করবেন।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালে বিশেষজ্ঞসহ ৬৮ জন চিকিৎসক রয়েছেন। নার্স রয়েছেন ৩৯ জন। এর মধ্যে হাসপাতালের নিয়োগকৃত ১৯ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় থেকে ২০ জনকে নেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য ৩৬ জন আনসার সদস্য রাখা হয়েছে। তৃতীয় ও চর্তুথ শ্রেণির কর্মচারীও রাখা হয়েছে।
আজ রোববার দুপুরে কুমারখালী উপজেলার বাখৈই গ্রামের বাসিন্দা রওশন আরা (৩৩) নামের নারীকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। এ ছাড়া শিশু ওয়ার্ডেও রোগী ভর্তি করা হয়। সব মিলিয়ে মেডিসিন ওয়ার্ডে ১৯ জন ও শিশু ওয়ার্ডে ২২ জন রোগী ভর্তি করা হয়েছে। আপাতত হাসপাতালে এ দুটি ওয়ার্ডেই রোগী ভর্তি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেডিসিন বিভাগে সবোর্চ্চ ৪৫ জন ও শিশু বিভাগে সর্বোচ্চ ৪৫ জন রোগী ভর্তি করা হবে।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, আপাতত হাসপাতালের জরুরি বিভাগ চালু হচ্ছে না। রোগী ভর্তি হতে হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে রেফার্ড বা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে জরুরিভাবে অনুমতি বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসকদের পরামর্শে আসা রোগীদের ভর্তি করানো হবে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জন্য অক্সিজেন সাপোর্ট, কিছু ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) নাসিমুল বারী প্রথম আলোকে বলেন, জেনারেল হাসপাতাল থেকে যদি কোনো মেডিসিন ও শিশু বিভাগের রোগীদের রেফার্ড করতে হয়, তবে তা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আর সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য প্রশাসন) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
গণপূর্ত কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে ২৭৫ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়। কুষ্টিয়া শহরের কালীশংকরপুর মৌজায় ২০ একর জমিতে প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। বিভিন্ন সময়ে ৫৩টি প্যাকেজে ৫২ জন ঠিকাদার কাজটি করতে থাকেন। ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও শেষ হয়নি। তখন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় ২০১৮ সাল পর্যন্ত নানা জটিলতায় কাজ বন্ধ থাকে। ২০১৮ সালে প্রথম দফায় কাজের মেয়াদ ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। নির্মাণের ব্যয় বেড়ে দাঁড়ায় ৬১১ কোটি টাকা। কিন্তু এ সময়েও কাজ শেষ করতে পারেননি ঠিকাদারেরা। দ্বিতীয় দফায় ২০২১ সালের ৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। এবার ব্যয় বেড়ে দাঁড়ায় ৬৮২ কোটি টাকা, যা প্রথমে ধরা ব্যয় থেকে ৪০৭ কোটি টাকা বেশি। ওই মেয়াদেও কাজ শেষ না হওয়ায় তৃতীয়বারের মতো ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে কাজ শেষ হয়।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সাততলা ভবনে ৫০০ শয্যার পাশাপাশি ৮৮টি কেবিন, ২৩ শয্যার সিসিইউ, ২০ শয্যার আইসিইউ সেবা আছে। এ ছাড়া জরুরি সেবা দিতে আলাদা আরও ১৩০ শয্যার ব্যবস্থা আছে। এদিকে হাসপাতালের জন্য ২০২২-২৩ অর্থবছরের জুনে অন্তত ৯০ কোটি টাকার যন্ত্রপাতি ও আসবাব কেনা হয়, যা বর্তমানে হাসপাতালের ভবনের ভেতরে পড়ে আছে। এসব যন্ত্রপাতির মধ্যে আছে অত্যাধুনিক এমআরআই মেশিন, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, আলট্রাসনোগ্রাম মেশিন এবং অস্ত্রোপচার কক্ষে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। অভিযোগ আছে, এই যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। এ নিয়ে দুদক কেনাকাটার কাগজপত্র নিয়ে তদন্ত করছে।
২০২৩ সালের ১৫ নভেম্বর হাসপাতাল ভবনের একটি অংশে আংশিক বহির্বিভাগ চালু হয়। কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের নির্দেশে এটি চালু করা হয়। তবে বর্তমানে হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, সেটা অবৈধভাবে কোনো অনুমোদন ছাড়াই করা হয়েছিল। এই বহির্বিভাগ সেবা এখনো চলমান। তবে হাসপাতালে রোগী ভর্তি, এমনকি পরীক্ষা-নিরীক্ষাও হয় না। প্রায় তিন মাস আগে হাসপাতালে রোগী ভর্তিসহ যাবতীয় কাজে প্রশাসনিক অনুমোদন পায়।