সহ–অধিনায়ক থেকে ‘প্রমোশন’ হ্যারি ব্রুকের
Published: 7th, April 2025 GMT
সাদা বলের সংস্করণে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ তাঁকে আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করে। গত ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ডের বিদায়ের পর এই সংস্করণে অধিনায়কের দায়িত্ব ছাড়েন জস বাটলার। ২৬ বছর বয়সী ব্যাটসম্যান ব্রুক তাঁর জায়গা নিলেন।
আরও পড়ুননাসির বললেন—এগুলো হচ্ছে ভুয়া কথা, তারকা-মারকা বলে কিছু নেই৫৫ মিনিট আগেব্রুক সাদা বলে আগেই ইংল্যান্ডের সহ–অধিনায়কের দায়িত্বে ছিলেন। বাটলারের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্বও করেন। স্থায়ী অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ব্রুকের প্রথম সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মে মাসে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।
অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ব্রুক বলেছেন, ‘ইংল্যান্ড দলের সাদা বলের অধিনায়ক হওয়া আমার জন্য বিশেষ সম্মানের। হোয়ার্ফেডেলের বার্লেতে শৈশবে ক্রিকেট খেলার সময় থেকে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছি, ইংল্যান্ডের হয়ে খেলতে চেয়েছি, একদিন নেতৃত্ব দেওয়ার স্বপ্নও দেখেছি। এখন সেই সুযোগ পাওয়াটা আমার কাছে অনেক বড় বিষয়।’
২০২২ সালে আন্তর্জাতিক অভিষেকের পর সব সংস্করণে নিজেকে ইংল্যান্ড দলের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ব্রুক। বাটলার সরে দাঁড়ানোর পর সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাঁর নামই বেশি শোনা গেছে। টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় এই ব্যাটসম্যান গত বছর মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে ৩১৭ রানের ক্যারিয়ার–সেরা ইনিংস খেলেন।
আরও পড়ুনপাকিস্তানে কাজ করে কোচিংয়ের স্বাদ মিটে গেছে গিলেস্পির৪ ঘণ্টা আগেব্রুকই যে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হচ্ছেন, সেটা আরও জোরালো হয় এবার আইপিএল শুরুর আগে তিনি দিল্লি ক্যাপিটালস থেকে সরে দাঁড়ানোয়। টানা দ্বিতীয়বারের মতো সিদ্ধান্ত নেওয়ার পেছনে ব্রুক জানান, ইংল্যান্ড দলই তাঁর ‘অগ্রাধিকার ও মনোযোগ’–এর জায়গা। দুই বছরের জন্য তাঁকে আইপিএলে নিষিদ্ধও করে বিসিসিআই কর্তৃপক্ষ। আগামী ১২ মাস ব্যস্ত সময়ও ইংল্যান্ড দলের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ আছে, এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।
অধিনায়ক হিসেবে ব্রুকের অভিজ্ঞতা তেমন নেই। তবে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ হারে প্রশংসিত হয়েছিল ব্রুকের কৌশলগত নেতৃত্বগুণ। ২০১৮ বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ দলকেও নেতৃত্ব দিয়েছেন ব্রুক। এ ছাড়া ছেলেদের ‘হানড্রেড’ টুর্নামেন্টে মাঝেমধ্যে নর্দান সুপারচার্জার্সেরও অধিনায়কত্ব করেছেন।
ওয়ানডেতে অনেকে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে বেন স্টোকসকে দেখলেও টি-টোয়েন্টিতে ব্রুকের বিকল্প ছিল না। স্টোকস হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। ইংল্যান্ড জাতীয় দলের ব৵বস্থাপনা পরিচালক রব কি বলেছেন, ‘দুই সংস্করণেই হ্যারি ব্রুক ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হওয়ার প্রস্তাব গ্রহণ করায় আমি আনন্দিত।’
ইংল্যান্ডের হয়ে ২৬ ওয়ানডেতে ৩৪ গড়ে ৮১৬ রান করেছেন ব্রুক। ৪৪ টি-টোয়েন্টিতে ২৮.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ই ল য ন ড দল স স করণ কর ছ ন
এছাড়াও পড়ুন:
ওমানের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ বাংলাদেশের
শেষ বাঁশির পর বাংলাদেশের খেলোয়াড়দের কেউ কেউ হতাশায় শুয়ে পড়লেন টার্ফে। কেউ মাথা নিচু করে বসে রইলেন, কেউ নির্বাক দাঁড়িয়ে। এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে টানা চারবারের চ্যাম্পিয়নদের এবার ফিরতে হচ্ছে খালি হাতে। আশরাফুল, পুষ্কর খীসাদের সব হাসি কেড়ে নিয়েছে ওমান। জাকার্তায় আজ টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ৫-৪ গোলে হেরে গেছে ওমানের কাছে। জয়ের পর উল্লাসে মেতে ওঠেন ওমানের খেলোয়াড়েরা।
প্রথম কোয়ার্টারে ওমান এগিয়ে গিয়েছিল। পরক্ষণেই সেই গোল শোধ করেছে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশও এগিয়ে যায় ২-১ ব্যবধানে। এরপর ওমানের দুই গোলে স্কোরলাইন ৩-২। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ৪-২ করে ওমান। বাংলাদেশ ৪-৩ করে ব্যবধান কমায়। চতুর্থ কোয়ার্টারে পঞ্চম গোল করে ম্যাচে নিজেদের প্রাধান্য ধরে রাখে ওমান। শেষ দিকে পেনাল্টি স্ট্রোকে বাংলাদেশ ৫–৪ করলেও লাভ হয়নি।
ওমানের সঙ্গে ফাইনালে বাংলাদেশের দেখা হতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু চার জয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপের সেরা হলেও ওমান ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারেনি। চায়নিজ তাইপের সঙ্গে গোলগড়ে পেছনে পড়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে ওঠে।
ওমানকে ফাইনালে হারিয়েই ২০২২ সালে সর্বশেষ এএইচএফ কাপ জেতে বাংলাদেশ।
তবে দুই দলের পরের দেখায় ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে ওমানের কাছে হেরে বাংলাদেশ হয়ে যায় অষ্টম। কয়েক বছর ধরেই হকিতে ওমান বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত সেই ওমানের কাছে হেরেই এই প্রথম এশিয়ার দ্বিতীয় সারির দলগুলোর টুর্নামেন্টের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের।
ওমান নিজেদের দেশে টুর্নামেন্ট খেলেছে সম্প্রতি। পাকিস্তানে প্রস্তুতি ম্যাচ খেলে গেছে জাকার্তা। ওদিকে গত এশিয়ান গেমসের ২২ মাস পর এই প্রথম বাংলাদেশ মাঠে নেমেছে, সেটাও কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই। অন্যরা যখন ভালো প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশ তখন আর্থিক সংকটের কথা বলে কোনো ম্যাচ খেলেনি। তারপরও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন কোচ মামুন উর রশিদ। কিন্তু ওমান আগের চেয়েও শক্তিশালী হয়েছে, বাংলাদেশ রয়ে গেছে আগের জায়গাতেই।
১৯৯৭ ও ২০২২ সালে প্রথম দুটি এএইচএফ কাপে বাংলাদেশ খেলেনি। এরপর ২০০৮, ২০১২, ২০১৬ ও ২০২২ সালে চারবারই চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার বড়জোড় তৃতীয় হতে পারে স্থান নির্ধারণী ম্যাচ জিতলে।