ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জের আদালতে হাজির
Published: 7th, April 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আদালতে হাজির করা হয়েছিল।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাকে হবিগঞ্জ জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়।
এর আগে, আজ দুপুর আড়াইটায় ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতের হাজতে নেওয়া হয়। এসময় আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার ছিল। বিকেল সোয়া ৪টায় তাকে পুনরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
আরো পড়ুন:
আরসা প্রধান আতাউল্লাহ জুনুনিকে জেল হাজতে প্রেরণ
নাটোরে অবৈধভাবে মাটি বিক্রি করায় জরিমানা
হবিগঞ্জ আদালতের পরিদর্শক নাজমুল হোসেন বলেন, “চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার ধার্য তারিখ ছিল সোমবার। ব্যারিস্টার সুমনসহ আরো কয়েকজন আসামিকে হবিগঞ্জ আদালতে হাজির করা হয় আজ।”
গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন ব্যারিস্টার সুমনসহ ৯৭ জন আসামির নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে ছাত্র-জনতার ঢল নামে। বিকেল সাড়ে ৪টার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আহত হন। ব্যারিস্টার সুমন রাজধানী ঢাকায় গ্রেপ্তার হলে চুনারুঘাটের এ মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ঢাকা/মামুন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জের আদালতে হাজির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আদালতে হাজির করা হয়েছিল।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাকে হবিগঞ্জ জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়।
এর আগে, আজ দুপুর আড়াইটায় ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতের হাজতে নেওয়া হয়। এসময় আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার ছিল। বিকেল সোয়া ৪টায় তাকে পুনরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
আরো পড়ুন:
আরসা প্রধান আতাউল্লাহ জুনুনিকে জেল হাজতে প্রেরণ
নাটোরে অবৈধভাবে মাটি বিক্রি করায় জরিমানা
হবিগঞ্জ আদালতের পরিদর্শক নাজমুল হোসেন বলেন, “চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার ধার্য তারিখ ছিল সোমবার। ব্যারিস্টার সুমনসহ আরো কয়েকজন আসামিকে হবিগঞ্জ আদালতে হাজির করা হয় আজ।”
গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন ব্যারিস্টার সুমনসহ ৯৭ জন আসামির নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে ছাত্র-জনতার ঢল নামে। বিকেল সাড়ে ৪টার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আহত হন। ব্যারিস্টার সুমন রাজধানী ঢাকায় গ্রেপ্তার হলে চুনারুঘাটের এ মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ঢাকা/মামুন/মাসুদ