আসন্ন বৈশাখী মেলা সামনে নড়াইল জেলার বিভিন্ন উপজেলার মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়েছে। মৃৎশিল্পীরা বাহারি সব মাটির খেলনা, বিভিন্ন ধরনের জিনিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শেষ মুহূর্তে মৃৎশিল্পীদের বাড়ির নারী সদস্যরা মাটির তৈরি খেলনায় রঙ-তুলির আঁচড় দিচ্ছেন। 

পহেলা বৈশাখে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার একাধিক স্থানে দিনব্যাপী বৈশাখী মেলা বসে। এ সব মেলায় মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা রয়েছে। বিশেষ করে শিশুদের কাছে মাটির তৈরি খেলনার বেশ কদর রয়েছে।

শনিবার (৫ এপ্রিল) বিকালে লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের পাল পাড়ায় গিয়ে দেখা গেছে, পাল-পরিবারের নারী ও পুরুষ সদস্যরা বিভিন্ন মাটির খেলনা, সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তৈরিতে ব্যস্ত রয়েছেন। তাদের যেন কথা বলার সময়টুকুও নেই। শিশুদের খেলনার মধ্যে রয়েছে, মাটির পুতুল, হাতি, ঘোড়া, দোয়েল পাখি, ময়না পাখি, টিয়া পাখি, হাঁস-মুরগি, নৌকা, মাটির ব্যাংক, মগ, গ্লাস, চায়ের কাপ, পিঠা তৈরির ছাঁচ, নানা জাতের ফুল ও ফুলদানি। এ ছাড়া রয়েছে মাটির তৈরি হাঁড়ি-পাতিল, গৃহস্থালী কাজে ব্যবহার্য দ্রব্যাদি।

আরো পড়ুন:

পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু

‘জোনাকি পোকার মতো বই অন্ধকারে আলো ছড়ায়’

উপজেলার কুন্দশী গ্রামের তপন পাল জানান, বছরের এই একটা উৎসব ঘিরে তাদের অনেক আশা থাকে। এমনিতে সারা বছর মৃৎশিল্পের তেমন চাহিদা থাকে না। এখন আর মাটির জিনিসের তেমন কদরও নেই। সারা বছর অভাব-অনাটনে চলতে হয়। আজকাল এই কাজ করা পূর্বপুরুষের পেশা ধরে রাখার চেষ্টামাত্র। বৈশাখ মাস এলে মেলায় মাটির তৈরি খেলনা ও সামগ্রীর চাহিদা থাকে। তাই এ সময়টায় কিছু আয় হয়।

অর্চনা পাল জানান, পহেলা বৈশাখে বিভিন্ন জায়গায় মেলা বসে। এই মেলায় শখের বসে অনেকে মাটির সামগ্রী, বিশেষ করে মাটির খেলনা কেনে। তাই এই সময়ে কিছুটা কর্মব্যস্ততা বাড়ে। এখন এ সব তৈরিতে প্রধান উপাদান এঁটেল মাটির অভাব। তার উপরে রঙের বাড়তি দাম। সেই অনুযায়ী তাদের তৈরি জিনিসের দাম ততটা বাড়েনি।

নড়াইল বিসিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী সোলায়মান হোসেন বলেন, সংস্কৃতি ও ঐতিহ্যের অনবদ্য রূপ মৃৎশিল্প। এর সঙ্গে একদিকে জড়িয়ে আছে জীবিকা, অন্যদিকে নান্দনিকতা ও চিত্রকলার বহিঃপ্রকাশ। মৃৎশিল্প বাঙালির নিজস্ব শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। এ শিল্পকে টিকিয়ে রাখতে বিসিকের পক্ষ থেকে সহায়তা করা হবে।

ঢাকা/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ল র খবর পয়ল ব শ খ উপজ ল র

এছাড়াও পড়ুন:

অশোভন আচরণে এক ম্যাচ নিষিদ্ধ তাওহীদ, ক্ষোভ প্রকাশ

আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ হয়ে গেল মিরপুর শের-ই-বাংলায়। এই ম্যাচকে ঘিরে ব্যাট-বলে তেমন কোনো উত্তেজনা, রোমাঞ্চ ছড়ায়নি। মোহামেডান শুরু থেকে দাপট দেখিয়েছে। আবাহনী এক পর্যায়ে ফিরে লক্ষ্য নাগালে রেখেছিল। বোলিংয়ে মোহামেডান আবার দাপট দেখায়। জুটি গড়ে আবহনীও দেয় জবাব। কিন্তু শেষ পর্যন্ত মোহামেডানের দলগত পারফরম্যান্সে আবাহনীকে হার মানতে হয়।

তবে ইবাদত হোসেনের বলে মোহাম্মদ মিঠুনের এক এলবিডব্লিউ আবদেনকে ঘিরে কথা কাটাকাটি হয়েছে। সেটাও অনফিল্ড দুই আম্পায়ার তানভীর ও সৈকতের সঙ্গে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমের। আম্পায়ারের থেকে আউটের সাড়া না পেয়ে ইবাদতও অশোভন আচরণ করেছেন। ড্রেসিংরুমের দিকে তাক করে আঙ্গুল তুলে চিৎকার করতে দেখা গেছে তাকে। পরিস্থিতি এতোটাই বাড়াবাড়ি পর্যায়ের ছিল যে মিনিট তিনেক খেলা বন্ধ ছিল।

আম্পায়ার তানভীরকে বেশ কিছুক্ষণ কথা শোনাচ্ছিলেন তাওহীদ। তাকে সেখান থেকে সরাতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় সৈকতে। তার শারীরিক ভাষা, অবয়ব কোনোভাবেই ভালো দেখাচ্ছিল না। এক পর্যায়ে মুশফিকুর রহিম সেই তর্কে লিপ্ত হন। পরিবর্তীতে মিরাজ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  

আরো পড়ুন:

আনিসুলের সেঞ্চুরিতে আবাহনীকে হারাল মোহামেডান

শরিফুলের ৬ উইকেট, সৌম্যর ৮০, রুপগঞ্জের দারুণ জয়

আম্পায়ারদের রিপোর্টের ওপর ভিত্তি করে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে মোহামেডানের অধিনায়ক তাওহীদ লিগের সুপার লিগের প্রথম ম্যাচ খেলতে পারবেন না। ম্যাচ শেষে শুনানির পর এই সিদ্ধান্ত দিয়েছেন অফিসিয়ালরা। 

এদিকে মাঠের ঘটনায় তাওহীদকে বিব্রত মনে হলো না। বরং গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তার ভাষ্য, ‘‘যেটা ঘটেছে সবকিছু এক্সপ্লেইন করতে পারবো না কিন্তু হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়। তারাও ভুল করে কিন্তু আমার কাছে যেটা মনে হয় তারা ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল করে আমরাও করবো! কিন্তু আমার কাছে মনে হয় ভুলটা স্বীকার করা উচিত, আমি যদি ভুল করি আমিও স্বীকার করবো। কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করে বলেন এটা ভুল না তাহলে হবে না। সে আন্তর্জাতিক আম্পায়ার তাকে আমরা সম্মান করি, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার। এখানে যারা ছিল বেশিরভাগই আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সো, এমন ম্যাচে দুই-একটা ডিসিশন অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে। যদি আবার ঘটনা অন্যদিকে যায় আমি মুখ খুলবো ইনশাল্লাহ।’’

তাওহীদের দাবি, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে তো এমন অনেক দেখেছি। ডোমেস্টিকে তো এর চেয়ে আরও বাজে হতো, এখন তো সেটাও হয় না। ডে বাই ডে আমরা খেলোয়াড়রা তাদের অনেক রেস্পেক্ট করি, শুধু আমাদের খেলোয়াড়দের দোষ দিলে হবে না। আমাদের আম্পায়ার ডিপার্টমেন্টে ২-১ জন বাদে যে খুব ভালো করে এমন নয়। জাস্টিফাই করলে আমার কাছে মনে হয় দুই পাশ থেকেই দেখা উচিত।’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ