সম্প্রীতির মাধ্যমে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে : ডিসি জাহিদুল
Published: 7th, April 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালবাসতে হবে। সেটিকে তুলে ধরতে হবে সম্প্রীতির মাধ্যমে সকলের সাথে একত্রিত হয়ে।
এখানে যদি আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাই তাহলে আমাদের সংস্কৃতিকে কিন্তু তুলে ধরতে পারবো না। আমাদের আগামীর প্রজন্মের কাছে আমরা যেন বাংলা নববর্ষের মাধ্যমে আমাদের সঠিক সংস্কৃতিকে তুলে ধরতে পারি আমরা সেই চেষ্টাই করবো।
জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। সোমবার (৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৈশাখীর অনুষ্ঠানকে কেন্দ্র কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে করে না ঘটতে পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি আরও বলেন, সভার মাধ্যমে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পেয়েছি। এই মতামতের ভিত্তিতে আমরা সকলে একসাথে আমাদের বাংলা নববর্ষের যে ঐতিহ্য নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে আমরা ফুটিয়ে তুলতে পারবো।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সর্বস্তরের সকলের সহযোগিতা কামনা করে বলেন, নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে নারায়ণগঞ্জ পুলিশ ও সেনাবাহিনী থেকে শুরু করে সকল আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের এই সংস্কৃতিকে নিয়ে কালিমা রটানোর চেষ্টা বিভিন্ন গ্রুপ করে যাচ্ছে।
সেইদিন কেউ যেন তা করতে পারে সেই লক্ষ্যে আমাদের সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সতর্কতা নিয়েই আমরা আমাদের উৎসবটি উদযাপন করব। সেই লক্ষ্যেই আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। পহেলা বৈশাখের সকাল নয়টায় শহরের চাষাড়া চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলসহ সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করবে। শোভাযাত্রাটি লিংক রোড় দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হবে।
এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈশাখী মেলা ও মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবং নারায়ণগঞ্জের প্রত্যেকটি উপজেলা ও বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুল ও কলেজে একইভাবে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক (উপ- সচিব) ড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ আম দ র স অন ষ ঠ সতর ক
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ-ভ্রমণ
নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ- ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলার সোনারগাঁও উপজেলার নুনেরটেক মায়াদ্বীপ ও আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ায় সারা দিনব্যাপী এ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
ফোরামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও দেশ টিভির সিনিয়র সাব এডিটর মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্যা নিউ নেশনের সিনিয়র সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী আনোয়ার, চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক আক্তার হাবিব, দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক মো. আলম হোসেন।
সাংবাদিক ফোরামের সভাপতি দেশ টিভির সিনিয়র সাব এডিটর মো. রুহুল আমিন, রুপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক সংগ্রামের রুপগঞ্জ প্রতিনিধি নাজমুল হুদা, সোনারগাও সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক জনকণ্ঠের সোনারগাঁও প্রতিনিধি মো. শাহ জালাল।
সকাল ৯ টায় বৈদ্যার বাজার ঘাট থেকে নৌ ভ্রমনের টলার ছেড়ে মায়াদ্বীপ পৌছায়। এরপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের খেলা। দুপুরের খাবারের পর আড়াই হাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকার মধ্যার চরে পুরষ্কার বিতরণের পূর্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা যাতে সত্যের পক্ষে থেকে সাংবাদিকতা করতে পারি। হলুদ সাংবাদিকতা ছাড়তে হবে। সত্য কে সত্য বলতে হবে। সাংবাদিকতায় থেকে ইসলামের প্রচারের কাজ করতে হবে।
এ সময় রূপগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার ও বন্দর উপজেলার অর্ধ-শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।