আরও একটি মামলায় সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবিরসহ ১১ জনকে তিন বছর কারাদণ্ড
Published: 7th, April 2025 GMT
আরও একটি মামলায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবিরসহ ১১ জনকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক মো. জাকারিয়া হোসেন আজ সোমবার এ রায় দেন।
প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম।
কারাদণ্ডপ্রাপ্ত অন্য ১০ আসামি হলেন খান জাহান আলী সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলাম, মেসার্স খান জাহান আলী সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল শেখ, পরিচালক রফিকুল ইসলাম ও মীর মোহাম্মদ শওকত আলী, সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মীর মহিদুর রহমান, সফিজ উদ্দিন আহমেদ ও ননী গোপাল নাথ, সোনালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মাইনুল হক এবং সোনালী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক কামরুল হোসেন খান ও সাইফুল হাসান।
১ কোটি ১৪ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের জানুয়ারি মাসে মামলা করে দুদক। পরের বছর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর অভিযোগ গঠন করেছেন আদালত। আজ সোমবার এ মামলায় রায় হয়।
এর আগে গত বছরের ২০ জুলাই ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক এমডি হুমায়ুন কবিরসহ পাঁচজনকে ১৭ বছর কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া ঋণ জালিয়াতির আরও চারটি মামলায় হুমায়ুন কবিরসহ নয়জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস থ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে রেস্টুরেন্টের সাইনবোর্ডে কোকাকোলার নাম থাকায় ইট পাথর নিক্ষেপ, ভাংচুর
রূপগঞ্জে রেস্টুরেন্টের সাইনবোর্ডে ইজরায়েলী ব্র্যান্ড কোকাকোলার নাম থাকায় ইট-পাথর নিক্ষেপ ও গ্লাস ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ভুলতা-গাউসিয়া এলাকায় পানসি রেস্টুরেন্ট ও ফাস্টফুড এ ভাংচুরের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, সোমবার বিকালে ফিলিস্তিনের মুসলিম নগরী গাজার উপত্যকায় রাফা শহরের মুসলিমদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন, গণআন্দোলন ও প্রতিবাদ সভা করেছে রূপগঞ্জের সর্বস্তরের মানুষজন। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে সামাজিক সংগঠন, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীর হাজার হাজার মানুষ আন্দোলনে অংশ নেয়।
প্রতিবাদ সভা শেষে ভুলতা গোলচত্তর থেকে মিছিল নিয়ে গোলাকান্দাইল স্ট্যান্ড প্রদক্ষিণ করে ফিরে আসার পথে তাঁত বাজার এলাকায় ওই রেস্টুরেন্টের সাইনবোর্ডে কোকাকোলার নাম দেখে ক্ষুদ্ধ হয় আন্দোলনকারীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা এলোপাতাড়ি ইট ও পাথর নিক্ষেপ করে রেস্টুরেন্টের গ্লাস ভাংচুর করে।
পরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সদস্য, সেচ্ছাসেবী ও ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং রেস্টুরেন্টের সাইনবোর্ড থেকে কোকাকোলার নাম সরিয়ে ফেলার আহ্বান জানান। পরে বিভিন্ন দোকান ও রেস্টুরেন্টে ঘুড়ে ঘুড়ে ইসরায়েলী পন্য বিক্রিতে নিরুৎসাহিত করে তৌহিদী জনতা।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের কোথাও ইসরায়েলী পন্য বিক্রয়, বিপনন কিংবা ব্যবহার করতে দেয়া হবে না। ইসরায়েলী পন্য বয়কটের পাশাপাশি তাদের সাথে সকল প্রকার ব্যবসায়িক চুক্তি বা সম্পর্ক বাতিল করার আহ্বান জানান বক্তারা।