বাংলা সিনেমা দেখতে গিয়ে ইংরেজি সিনেমা দেখেছি: হিমি
Published: 7th, April 2025 GMT
প্রথম আলো :
আপনাকে ফোনে পাচ্ছিলাম না...
আমার ঈদ শেষ। এখন আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। ব্যস্ততা শুরু হয়ে গেছে। শুটিংয়ে থাকার কারণে ফোন দেখারই সময় পাইনি।
প্রথম আলো :
ঈদে তো অনেকেই ঘুরছেন....
আমি এবার আর ঘোরাঘুরির পরিকল্পনা করতে পারিনি। আগে থেকেই শিডিউল দেওয়া ছিল। তারপরও ভালোই সময় পেয়েছি। পরিবার, বন্ধু, কাজিনদের সঙ্গে কিছুটা ঘুরেছি, আড্ডা দিয়েছি। আমার পশুপাখির সঙ্গে ঈদ কেটেছে। পরে হয়তো আলাদা করে সময় বের করে ঘুরতে যাব।
জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: শিল্পীর সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শাহরুখকন্যা সুহানার মা হবেন দীপিকা
কন্যা দুয়াকে নিয়ে এখন ব্যস্ত দীপিকা পাড়ুকোন। এখনই অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই। মা হিসেবে দুয়ার বেড়ে ওঠার সাক্ষী থাকতে চান আপাতত। তাই মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। তবে পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করার সুযোগ ছাড়তে পারলেন না দীপিকা। এবার তিনি সুহানা খানের মা হয়ে উঠবেন পর্দায়। খবর বলিউড হাঙ্গামার
বহুদিন ধরেই দর্শকদের মধ্যে জল্পনা ‘কিং’ ছবি নিয়ে। প্রথমে পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। কিন্তু পরে ছবির পরিচালনার ভার যায় সিদ্ধার্থ আনন্দের কাছে। প্রথমবার বাবার সঙ্গে এক ছবিতে কাজ করছেন সুহানা। বড় পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। এবার শোনা যাচ্ছে, একটি অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
তিনি নাকি সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন। সেই চরিত্র আবার শাহরুখের প্রাক্তন প্রেমিকারও। অতিথি চরিত্র হলেও খুবই গুরুত্বপূর্ণ বলেও জানা যাচ্ছে। এর আগে শাহরুখ অভিনীত ‘জওয়ান’–এ অতিথি চরিত্রে দেখা গেছে দীপিকাকে।
সুহানা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে