‘আল্লাহ তুমি রক্ষাকর্তা’, ফিলিস্তিনিদের জন্য মুশফিক-রিয়াদদের প্রার্থনা
Published: 7th, April 2025 GMT
ফিলিস্তিদের গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বর্বর হামলা চালাচ্ছে। রকেট হামলার আঘাতে পুরো শহর ধ্বংসস্তূতে পরিণত হয়েছে। শিশু-নারীসহ হাজারো প্রাণ নির্মমভাবে মৃত্যুবরণ করছে। ইসরায়েলের এমন নির্মমতায় বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে। রাজধানীসহ বাংলাদেশ বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
ফিলিস্তিনিদের জন্য সাহায্য প্রার্থনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ, জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, আফিফ হোসেন। এছাড়া ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুক পোস্টে প্রার্থনা করেছেন।
ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিকুর রহিম ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আল্লাহ, নির্যাতিতদের সাহায্য করুন। আল্লাহ, তুমি তাদের রক্ষাকর্তা। তাদের সাহায্যকারী ও শক্তিদাতা হিসেবে কাজ করো।’
মাহমুদউল্লাহ রিয়াদ বিধ্বস্ত গাজার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হে আল্লাহ, দয়া করো, সাহায্য করো। হে রাহমানুর রাহিম, হে আল্লাহ, তুমি আমাদের রক্ষাকর্তা। দয়া করে তাদের রক্ষা করো ও বিজয়ী বানিয়ে দাও, আমিন। হে রব, এটা আর সহ্য করা যাচ্ছে না। তুমি আল-আহাদ, আস-সামাদ। হে আল্লাহ, তাদের প্রতি দয়া করো, রক্ষা করো।’
মেহেদী মিরাজ লিখেছেন, ‘গাজার আকাশ বারুদের গন্ধে ভারী। নিস্তব্ধ শিশুরা কাঁদছে নিঃশব্দে। প্রতিটি কান্না প্রতিধ্বনিত হচ্ছে আমাদের হৃদয়ে। আসুন, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাই, নির্যাতিতদের পাশে দাঁড়াই, গাজার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, গাজাকে শান্তি ও নিরাপত্তা দিন।’
ফিলিস্তিনের ফুটবলারদের সঙ্গে ছবি পোস্ট করে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া লিখেছেন, ‘তোমরা সবসময় আমাদের হৃদয় ও মনজুড়ে থাকবে। তোমাদের শুভদিনের জন্য প্রার্থনা।’ এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী গাজাবাসীর জন্য প্রার্থনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প স ট কর আল ল হ র জন য
এছাড়াও পড়ুন:
শাহরুখকন্যা সুহানার মা হবেন দীপিকা
কন্যা দুয়াকে নিয়ে এখন ব্যস্ত দীপিকা পাড়ুকোন। এখনই অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই। মা হিসেবে দুয়ার বেড়ে ওঠার সাক্ষী থাকতে চান আপাতত। তাই মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। তবে পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করার সুযোগ ছাড়তে পারলেন না দীপিকা। এবার তিনি সুহানা খানের মা হয়ে উঠবেন পর্দায়। খবর বলিউড হাঙ্গামার
বহুদিন ধরেই দর্শকদের মধ্যে জল্পনা ‘কিং’ ছবি নিয়ে। প্রথমে পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। কিন্তু পরে ছবির পরিচালনার ভার যায় সিদ্ধার্থ আনন্দের কাছে। প্রথমবার বাবার সঙ্গে এক ছবিতে কাজ করছেন সুহানা। বড় পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। এবার শোনা যাচ্ছে, একটি অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
তিনি নাকি সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন। সেই চরিত্র আবার শাহরুখের প্রাক্তন প্রেমিকারও। অতিথি চরিত্র হলেও খুবই গুরুত্বপূর্ণ বলেও জানা যাচ্ছে। এর আগে শাহরুখ অভিনীত ‘জওয়ান’–এ অতিথি চরিত্রে দেখা গেছে দীপিকাকে।
সুহানা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে