জ্ঞাত আয়বহির্ভূত পৌনে ৬ কোটি টাকার সম্পদ অর্জন ও সাড়ে ১৩ কোটি টাকার বেশি পরিমাণ অর্থের সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো.

আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া নিজের নামে ১১টি ব্যাংক হিসাব ও ৫টি কার্ড হিসাবে ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

মামলায় খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভিয়েতনাম থেকে এল ২০ হাজার মেট্রিক টন আতপ চাল

সরকারি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা ২০ হাজার মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে এসেছে। 

চাল বহনকারী জাহাজ এমভি থাই বিআইএনএইচ ০৯ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। নমুনা পরীক্ষা শেষে জাহাজ থেকে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি করা হয়েছিল।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ