বাটলারের অনুশীলনে আজ যোগ দেননি ‘বিদ্রোহীদের’ কেউ
Published: 7th, April 2025 GMT
গত ১৬ ফেব্রুয়ারি বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার জানিয়েছিলেন, কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ইতি টেনেছেন ১৮ ফুটবলার। এমনকি তাঁরা অনুশীলনে ফিরতেও রাজি। কিন্তু ঈদের ছুটি কাটিয়ে আজ শুরু হওয়া অনুশীলনে ফেরেননি সেই ফুটবলারদের কেউ।
বিদ্রোহ করা ১৮ খেলোয়াড়ের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন বর্তমানে ভুটানে আছেন। দেশটির ক্লাব পারো এফসির হয়ে লিগে খেলবেন তাঁরা। এর বাইরে থাকা ১৪ জনের মধ্যে তহুরা খাতুন এখনো ক্যাম্পে যোগ দেননি। জানা গেছে, তাঁর বোন অসুস্থ থাকায় দুই দিন ছুটি নিয়েছেন তিনি।
বাকি ১৩ জন শিউলি আজিম, মোসাম্মাৎ সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার সোমবার বাফুফে ভবনে কোচ বাটলারের সঙ্গে মিটিং করেছেন।
সূত্রের খবর, ৪০ মিনিটের মতো স্থায়ী হওয়া সেই মিটিংয়ে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যত দূর জানা গেছে, বাটলারের বিপক্ষে আনা অভিযোগগুলো নিয়েও মিটিংয়ে কথা হয়েছে। যেখানে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করেছে; যদিও শেষ পর্যন্ত এই ১৩ জন আগামীকাল থেকে অনুশীলনে ফেরার আগ্রহ দেখিয়েছেন।
বাফুফে চুক্তিতে থাকা ৩১ ফুটবলার।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার চরবংশী ইউনিয়নে ঘটনাটি ঘটে। রায়পুর থানার ওসি নিজামউদ্দিন ভূইয়া একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম সাইজুদ্দিন।
আরো পড়ুন:
সিরাজগঞ্জে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ৪
শরিয়তপুরে ককটেল বিস্ফোরণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
বিস্তারিত আসছে...
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ