যুক্তরাষ্ট্রে মেটার পরিচালিত ফ্যাক্ট-চেকিং কার্যক্রম আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত গ্লোবাল পলিসি প্রধান জোয়েল ক্যাপলান। গত শুক্রবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আজ বিকেলের মধ্যেই যুক্তরাষ্ট্রে আমাদের ফ্যাক্ট-চেকিং কার্যক্রম পুরোপুরি শেষ হয়ে যাবে। আর নতুন কোনো ফ্যাক্ট-চেক হবে না, থাকবেন না কোনো ফ্যাক্ট-চেকারও।’

ফ্যাক্ট-চেকিংয়ের বদলে মেটা চালু করছে ‘কমিউনিটি নোটস’ নামের একটি নতুন ব্যবস্থা। এটি ধাপে ধাপে চালু হবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস প্ল্যাটফর্মে। এ ব্যবস্থায় ব্যবহারকারী ব্যক্তিরা তথ্য সংশোধনের জন্য মন্তব্য যোগ করতে পারবেন, তবে এসব নোটসের ভিত্তিতে কোনো পোস্টের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

চলতি বছরের জানুয়ারির শুরুতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা দেন, ফ্যাক্ট-চেকিং কার্যক্রম বন্ধ করে ‘কমিউনিটি নোটস’ চালু করা হবে। জাকারবার্গ বলেন, ‘ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়াটি রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে আস্থাহীন হয়ে পড়েছে। বরং এটি আস্থা তৈরি করার বদলে সেটিকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার স্বার্থেই এ পরিবর্তন এনেছি।’ তবে ডিজিটাল নীতি বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের আশঙ্কা, এ সিদ্ধান্তের ফলে মেটার মাধ্যমগুলোতে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচার এবং ঘৃণামূলক বক্তব্য আরও অবাধে ছড়াবে।

এক্সে জোয়েল ক্যাপলানের বার্তা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রেকর্ড হয়েছে, জানতেনই না পারভেজ

সব সংস্করণ মিলিয়েই বাংলাদেশের সবচেয়ে দ্রুততম ফিফটি এখন পারভেজ হোসেনের। কাল বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে আবাহনীর হয়ে খেলতে নেমে ১৫ বলে ফিফটি করেছেন তিনি। শুধু লিস্ট ‘এ’ নয়, ঢাকা প্রিমিয়ার লিগ টি–টোয়েন্টিতেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটি এখন পারভেজের।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে এর আগে দ্রুততম ফিফটি ছিল শুভাগত হোমের, ২০১৯ সালে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে যিনি ফিফটি করেছিলেন ১৬ বলে।
এমন একটি রেকর্ডের কথা ব্যাটিংয়ের সময় নাকি জানতেনই না পারভেজ। মুঠোফোনে প্রথম আলোকে পারভেজ আজ বলছিলেন, ‘আমি আসলে পরে শুনেছি। যখন ব্যাটিং করেছি, তখন জানতামই না।’

আরও পড়ুন২৫ বছর আগের ক্রিকেট–কাঁপানো সেই কেলেঙ্কারি২ ঘণ্টা আগে

৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ১০ উইকেটের জয় এনে দিয়েছেন পারভেজ। তবে সব ছাপিয়ে গেছে তাঁর রেকর্ড। এমন এক কীর্তি গড়তে পেরে অনুভূতি কেমন? পারভেজের উত্তর, ‘এ রকম কোনো কিছু হলে তো সবারই ভালো লাগে। আমারও একই। তবে আমার রেকর্ড খুব একটা দেখার অভ্যাস নেই।’

১৫ বলে ফিফটি করেছেন পারভেজ

সম্পর্কিত নিবন্ধ