ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তানজানিয়ার এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “আটক নারীকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

আটক নারীর নাম আমিনা শাবানি (৩৩)। তিনি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা।

আরো পড়ুন:

আটক ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঢাকাকে গুরুত্ব দিয়ে ঈদ-নিরাপত্তায় বিশেষ তৎপরতা

বিজিবি জানায়, গত এক বছরে পরশুরামের নিজ কালিকাপুর ও বিলোনিয়া সীমান্ত এলাকা থেকে নাইজেরিয়া, সোমালিয়া, জাম্বিয়া ও সুদানের মোট ৯ জন নাগরিককে আটক করা হয়েছে।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল পূর্ব নিজ কালিকাপুর গ্রামের মজুমদারবাড়ি মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আমিনা শাবানিকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান রোধ ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে।”

ঢাকা/সাহাব/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক প রব শ

এছাড়াও পড়ুন:

রেজা রিপনের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র শোক

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র বড় ছেলে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন আজ সকাল সাড়ে আটটায় (সোমবার) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর চেয়ারম্যানবাড়ী সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে (মাসদাইর) মরহুমের দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে এবং আত্নীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গিয়েছেন।

আহাম্মদ আলী রেজা রিপনের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’রসভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন। মহান রাব্বুল আলামীনের কাছে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও জান্নাতের উঁচু মাকাম দান করার প্রার্থনাও করেছেন।
 

সম্পর্কিত নিবন্ধ