১৩০ রান তাড়ায় তানজিদের দুর্দান্ত সেঞ্চুরি
Published: 7th, April 2025 GMT
পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে ৩৪.৪ ওভারে ১২৯ রানে অলআউট করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ওই রান ১৮.৩ ওভারে তুলে ফেলেছে দলটি। এর মধ্যেই ঝড়ো এক দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ তামিম। লিজেন্ডস অব রূপগঞ্জও পেয়েছে ১০ উইকেটের জয়।
ডিপিএলে সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। শেখ মেহেদীর বোলিং তোপে পড়ে তারা। মেহেদী ১০ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। তিনে নামা রুবেল মিয়া ৪১ রানের ইনিংস খেলেন। লোয়ারে শহিদুল ইসলাম ১৯ রান যোগ করেন।
জবাব দিতে নেমে তানজিদ এক প্রান্ত দিয়ে ঝড় শুরু করেন। তিনি ৫৯ বল খেলে ১০৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১০টি চারের সঙ্গে সাতটি ছক্কার শট আসে। এছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক ও ওপেনার সাইফ হাসান ৫৩ বলে ২৬ রানের হার না মানা ইনিংস খেলেন।
ডিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ব্রেন্ডন টেইলরের। ২০১৩-১৪ মৌসুমে প্রাইম ব্যাংকের হয়ে কলাবাগানের বিপক্ষে ৪৬ বলে শতকের দেখা পান জিম্বাবুয়ের এই ব্যাটার। তানজিদ ওই রেকর্ড ভাঙার আশা দিলেও শেষ পর্যন্ত তা হয়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল
এছাড়াও পড়ুন:
বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সংস্কার স্থায়িত্ব পাবে না: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আজ বিভিন্ন খাতে সংস্কারের প্রশ্ন উঠেছে। কিন্তু সবার আগে বিচার বিভাগের স্থায়ী সংস্কার না করা হলে কোনো বিভাগের সংস্কার স্থায়িত্ব পাবে না। বিচার বিভাগের সংস্কার শব্দটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়েছে। শিক্ষা ব্যবস্থায় আইনগত বেশ কিছু জটিলতা রয়েছে। সেগুলো নজরে এসেছে; এগুলো সংস্কার করা হবে।
আজ সোমবার দিনাজপুরের হাকিমপুরে মহিলা ডিগ্রি কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘দেশের বহু মেধাবী শিক্ষার্থী শুধু আর্থিক সীমাবদ্ধতার কারণে মেধার স্বাক্ষর রাখতে পারে না। আর্থিক অসচ্ছলতা যাতে কোনো প্রতিবন্ধকতা না হয় সে জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছিল। আমাদের লক্ষ্য একটাই, শিক্ষাবৃত্তির মাধ্যমে মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী গড়ে তোলা।’
কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আজিজ আহমেদ ভূঁঞা, আপিল বিভাগের রেজিস্ট্রার হাসানুজ্জামান, দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আলমগীর কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহ, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফত হোসাইন ও হাকিমপুরের ইউএনও অমিত রায়।