বাংলাদেশ চা বোর্ডের চারটি পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চা বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়িচালক, প্লাম্বার ও স্টোরকিপার (ভান্ডাররক্ষক) পদের লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের নাসিরাবাদের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা নেওয়া হবে।

সঠিক আবেদনকারীদের অনুকূলে ইতিমধ্যে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। কোনো যোগ্য প্রার্থী লিখিত পরীক্ষার প্রবেশপত্র ১২ এপ্রিলের মধ্যে না পেয়ে থাকলে এই নম্বরে (০১৬৭৫-২৩১৫৭৮) যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ চা বোর্ডের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য ২০২৪ সালের ১৭ এপ্রিল, ২৮ আগস্ট ও ৩১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল খ ত পর ক ষ

এছাড়াও পড়ুন:

রেকর্ড হয়েছে, জানতেনই না পারভেজ

সব সংস্করণ মিলিয়েই বাংলাদেশের সবচেয়ে দ্রুততম ফিফটি এখন পারভেজ হোসেনের। কাল বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে আবাহনীর হয়ে খেলতে নেমে ১৫ বলে ফিফটি করেছেন তিনি। শুধু লিস্ট ‘এ’ নয়, ঢাকা প্রিমিয়ার লিগ টি–টোয়েন্টিতেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটি এখন পারভেজের।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে এর আগে দ্রুততম ফিফটি ছিল শুভাগত হোমের, ২০১৯ সালে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে যিনি ফিফটি করেছিলেন ১৬ বলে।
এমন একটি রেকর্ডের কথা ব্যাটিংয়ের সময় নাকি জানতেনই না পারভেজ। মুঠোফোনে প্রথম আলোকে পারভেজ আজ বলছিলেন, ‘আমি আসলে পরে শুনেছি। যখন ব্যাটিং করেছি, তখন জানতামই না।’

আরও পড়ুন২৫ বছর আগের ক্রিকেট–কাঁপানো সেই কেলেঙ্কারি২ ঘণ্টা আগে

৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ১০ উইকেটের জয় এনে দিয়েছেন পারভেজ। তবে সব ছাপিয়ে গেছে তাঁর রেকর্ড। এমন এক কীর্তি গড়তে পেরে অনুভূতি কেমন? পারভেজের উত্তর, ‘এ রকম কোনো কিছু হলে তো সবারই ভালো লাগে। আমারও একই। তবে আমার রেকর্ড খুব একটা দেখার অভ্যাস নেই।’

১৫ বলে ফিফটি করেছেন পারভেজ

সম্পর্কিত নিবন্ধ