সুনামগঞ্জে হাওর থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
Published: 7th, April 2025 GMT
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মারাদাইরা হাওরের ফসল রক্ষা বাঁধের ঢাল থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা একটার দিকে ধর্মপাশা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
ধর্মপাশা থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন থেকে চার দিন ধরে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মারাদাইরা হাওরের ফসল রক্ষা বাঁধ এলাকায় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে এলোপাতাড়ি ঘোরাফেরা করতে দেখা যায়। আজ বেলা ১১টার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় ফসল রক্ষা বাঁধের ঢালে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, ‘স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় সম্ভব নয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিলেটে কেএফসি রেস্টুরেন্ট ও বাটার শোরুমে ভাঙচুর
ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেট নগরীতে কেএফসি রেস্টুরেন্ট ও জুতার কোম্পানি বাটার কয়েকটি শোরুমে ভাঙচুর করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকালে নগরীর মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট এবং দরগাগেইট, জিন্দাবাজার, বন্দরবাজার এলাকার বাটার শোরুমে ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে নগরীর মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে হামলা চালায় উত্তেজিত জনতা। এ সময় রেস্টুরেন্টের ভিতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। এ ঘটনার পর রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আরেকদল বিক্ষুব্ধ জনতা নগরীর দরগাগেইট এলাকায় জুতার কোম্পানি বাটার একটি শোরুমে ভাঙচুর চালায়। একই সময়ে বন্দরবাজার, জিন্দাবাজার এলাকায়ও বাটার দোকানে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যলা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
এর আগে নগরীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে বিক্ষুব্ধ জনতা মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টের সামনে এসে জড়ো হয়।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, কেএফসিতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
ঢাকা/নুর/বকুল