খুলনায় ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু
Published: 7th, April 2025 GMT
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. পলাশ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গতকাল রোববার রাত ৮টার দিকে নগরের শান্তিধাম মোড়ে জাতিসংঘ শিশুপার্কের সামনে পলাশকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
পলাশ খুলনা সদর থানার মতলেবের মোড় এলাকার বাসিন্দা মো.
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ঈদমেলায় তুচ্ছ ঘটনায় পলাশের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ সৃষ্টি হয়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে পলাশের পেটে আঘাত করে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় মানুষেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় পলাশকে হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁর অস্ত্রোপচার করা হয়। কিন্তু আঘাত এতটাই গভীর ছিল যে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন জানান, সন্ত্রাসী হামলায় আহত পলাশের মৃত্যু হয়েছে। রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবস থ
এছাড়াও পড়ুন:
রেকর্ড হয়েছে, জানতেনই না পারভেজ
সব সংস্করণ মিলিয়েই বাংলাদেশের সবচেয়ে দ্রুততম ফিফটি এখন পারভেজ হোসেনের। কাল বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে আবাহনীর হয়ে খেলতে নেমে ১৫ বলে ফিফটি করেছেন তিনি। শুধু লিস্ট ‘এ’ নয়, ঢাকা প্রিমিয়ার লিগ টি–টোয়েন্টিতেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটি এখন পারভেজের।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে এর আগে দ্রুততম ফিফটি ছিল শুভাগত হোমের, ২০১৯ সালে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে যিনি ফিফটি করেছিলেন ১৬ বলে।
এমন একটি রেকর্ডের কথা ব্যাটিংয়ের সময় নাকি জানতেনই না পারভেজ। মুঠোফোনে প্রথম আলোকে পারভেজ আজ বলছিলেন, ‘আমি আসলে পরে শুনেছি। যখন ব্যাটিং করেছি, তখন জানতামই না।’
৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ১০ উইকেটের জয় এনে দিয়েছেন পারভেজ। তবে সব ছাপিয়ে গেছে তাঁর রেকর্ড। এমন এক কীর্তি গড়তে পেরে অনুভূতি কেমন? পারভেজের উত্তর, ‘এ রকম কোনো কিছু হলে তো সবারই ভালো লাগে। আমারও একই। তবে আমার রেকর্ড খুব একটা দেখার অভ্যাস নেই।’
১৫ বলে ফিফটি করেছেন পারভেজ