ভিসা প্রক্রিয়া শেষ, ঢাকায় আসছেন পাকিস্তানি শিল্পী মুস্তফা জাহিদ
Published: 7th, April 2025 GMT
‘তো ফির আও’ ও ‘তেরা মেরা রিশতা’ গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসছেন। আগামী ১১ এপ্রিল ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে তিনি গাইবেন। এটি আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন জানায়, ইতিমধ্যে মুস্তফা জাহিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৯ এপ্রিল তিনি বাংলাদেশে পৌঁছাবেন।
মুস্তফা জাহিদ ছাড়াও এ কনসার্টে অংশ নিচ্ছেন দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা, যা সংগীতপ্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে।
এই জমজমাট সন্ধ্যায় আরও পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড একে রাহুল, লেভেল ৫ সহ অনেকে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র হাফেজ মো. তাসিম বিল্লাহ সাজিমের (১৩) মরদেহ একদিন পর উদ্ধার হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে তার মরদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
তাসিম বিল্লাহ সাজিম নাগেশ্বরী পৌরসভার পুরাতন বাজারের বাসিন্দা জাহাঙ্গীর আলম মতি সরকারের ছেলে। সে ৪ মাস আগে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদ্রাসা থেকে হাফেজি পাস করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রবিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চার বন্ধু মিলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদীর তীরে বেড়াতে যায়। পরে সাজিম ও তার এক বন্ধু মিলে নদীতে গোসল করতে নেমে সাঁতার কেটে নদী পার হয়। ফেরার সময় মাঝ নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয় সাজিম। এ সময় বাকিদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকে এবং তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে তাকে খুঁজে পায়নি।
আরো পড়ুন:
মেহেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
একই রশিতে ঝুলছিল মা ও ছেলের লাশ
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলের আধা কিলোমিটার ভাটিতে মরদেহ ভাসতে থাকলে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা/সৈকত/বকুল