Prothomalo:
2025-04-27@19:37:59 GMT
চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হারানো সিরাজ যেভাবে জবাব দিচ্ছেন
Published: 7th, April 2025 GMT
জন্মশহর পুনর্জাগরণ!
গত রাতে মোহাম্মদ সিরাজের বোলিং দেখার পর এ কথা বলাই যায়। নিজ শহর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে কাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নেমেছিলেন সিরাজ। গুজরাট টাইটানসের এই পেসার ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ৯৭ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে এটাই তাঁর সেরা বোলিং।
সিরাজের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের বার্তা দিয়ে আসা হায়দরাবাদকে ১৫২ রানে বেঁধে ফেলতে পেরেছে গুজরাট। পরে লক্ষ্যটা সফলভাবে তাড়া করেছে ২০ বল ও ৭ উইকেট বাকি রেখে। এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে গুজরাট।
বল হাতে ব্যবধান গড়ে দেওয়া সিরাজের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ৩১ বছর বয়সী এই পেসার কাল পুরস্কার নিতে গিয়ে উগরে দিয়েছেন মনের দুঃখও।
ম্যাচসেরার পুরস্কার হাতে মোহাম্মদ সিরাজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ছবির গল্প- গ্রামীণ পুকুরে ঝাঁকে ঝাঁকে পাখি
২ / ৮খাবারের খোঁজে বক