বাড়ি ভাড়া নেওয়ার তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার, সন্তানদের নিয়ে উধাও স্বামী
Published: 7th, April 2025 GMT
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে মাহামুদা বেগম (৩১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাজার সংলগ্ন মিয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয়রা বলছেন, স্ত্রীকে হত্যা করে সন্তানসহ পালিয়েছেন স্বামী।
নিহত মাহামুদা বেগম মাদারীপুরের রাজৈর উপজেলার মহিশমারি গ্রামের মো.
জানা গেছে, ৩ এপ্রিল রুবেল লস্কর বালিগাঁও বাজার সংলগ্ন মুরগিপট্টির পেছনে ছানাউল্লাহ মিয়ার বাড়ি ভাড়া নেন। দুই সন্তান ও স্ত্রী মাহমুদাকে নিয়ে সেখানে বসবাস শুরু করেন তিনি। রোববার সকালে কাউকে কিছু না বলে রুবেল তার সন্তানদের নিয়ে চলে যান। এ সময় ঘরের দরজা আটকানো ছিল।
স্থানীয়রা জানান, দিনভর ঘরের দরজা বন্ধ ছিল। তখন স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে বাড়িওয়ালা রুবেলের ঘরের দরজা খোলেন। এ সময় রুবেলের স্ত্রী মাহামুদা বেগমকে ঘরের চৌকির ওপরে ওড়না দিয়ে মুখ আটকানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টা তাৎক্ষণিক পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, গলায় ওড়না জাতীয় কিছু পেঁচিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সন্তানদের নিয়ে পালিয়েছেন। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ হবধ
এছাড়াও পড়ুন:
মাদারীপুরে হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু
মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্য বোরহান মোল্লা মারা গেছেন। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
নিহত বোরহান মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি সদর উপজেলার চরব্রাহ্মনদী এলাকার মান্নান মোল্লার ছেলে।
নিহতের স্বজনরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরব্রাহ্মনদী এলাকার শিমুল সরদারের সঙ্গে বিরোধ চলছিল ঝাউদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বোরহান মোল্লার। ব্যক্তিগত কাজ শেষে গত শনিবার দুপুর ১২টার দিকে ইজিবাইকে করে শহরের পুরানবাজার থেকে বাড়ি ফিরছিলেন বোরহান মোল্লা। শহরের চৌরাস্তা এলাকায় আসলে তার ওপর হামলা চালায় শিমুল সরদার ও তার লোকজন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে বোরহান মোল্লাকে কুপিয়ে জখম করা হয়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা বোরহান মোল্লাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে।
আরো পড়ুন:
ছাত্র আন্দোলনে চোখ হারানো কিশোরকে কুপিয়ে জখম
কক্সবাজারে কেএফসি ও পিৎজা হাটসহ ৫ রেস্টুরেন্টে ভাঙচুর
অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সন্ধ্যায় মারা যায় বোরহান মোল্লা।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মোকছেদুর রহমান বলেন, “ইউপি সদস্য বোরহান মোল্লা নিহত হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।”
ঢাকা/বেলাল/মাসুদ