প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ পর্বতের চূড়ায় বাবর আলী
Published: 7th, April 2025 GMT
হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার) পর্বতের চূড়ায় এবার বাংলাদেশের পতাকা ওড়ালেন বাবর আলী। আজ ৭ এপ্রিল সকালে তিনি পর্বতশৃঙ্গে পৌঁছান। সেখানে বাবরের সঙ্গে আছেন গাইড ফূর্বা অংগেল শেরপা।
বাবার আলীর পর্বতশীর্ষে আরোহণের খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের অভিযানের পরিচালনাকারী প্রতিষ্ঠান মাকালু অ্যাডভেঞ্চারের সত্ত্বাধিকারী মোহন লামসাল।
পর্বতারোহী বাবর আলী পেশায় চিকিৎসক। তিনি চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন।
হিমালয়ের অন্যতম পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা ১–এর পথে বাবর আলী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাংবাদিক রবিনের শাশুড়ির ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র শোক
সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ-এরকার্যকরী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি, এনটিভি’র জেলা প্রতিনিধি ও জাতীয়পত্রিকাদৈনিক মানবজমিন’র স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিনের শাশুড়ী রাজিয়া সুবেদার (৭৫) আজ সকাল ৯ ঘটিকায় রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিল্লাল হোসেন রবিনের শাশুড়ীর মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
মহান রাব্বুল আলামীনের কাছে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতের উঁচু মাকাম দান করার প্রার্থনাও করেছেন।