চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শন করলেন বিদেশি বিনিয়োগকারীরা
Published: 7th, April 2025 GMT
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) পরিদর্শন করেছে বিদেশি বিনিয়োগকারীদের ৫৫ সদস্যের প্রতিনিধিদল।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা থেকে কোরিয়ান ইপিজেডে আসে এ প্রতিনিধিদল। ঢাকায় শুরু হওয়া চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে তারা কোরিয়ান ইপিজেডে আসেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ প্রদত্ত সুযোগ-সুবিধা বিদেশিদের সামনে তুলে ধরার লক্ষ্যে এ বিশেষ আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রদত্ত সুযোগ-সুবিধা, কর্মপরিবেশসহ নানা বিষয় প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয়েছে। বিনিয়োগকারীরা ইপিজেডের বিভিন্ন কারখানা ঘুরে উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করছেন। তারা ইপিজেডের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয়ম করছেন। চট্টগ্রামের আনোয়ারা থেকে প্রতিনিধিদলটি মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাবেন।
১৯৯৫ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান ইপিজেডের কার্যক্রম শুরু হয়। প্রথমে দুই দেশের সরকার উদ্যোগ নিলেও কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াংওয়ান গ্রুপ শিল্পাঞ্চলটি গড়ে তোলে বেসরকারিভাবে। এ ইপিজেডের ৫২ শতাংশ জমি বনায়নের জন্য সংরক্ষিত আছে। এ ইপিজেড বাংলাদেশের বৃহৎ পরিবেশবান্ধব রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল।
ঢাকা/রেজাউল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
প্রতীকী ছবি