আফগানিস্তানে নারীদের চুল বিক্রি কেন নিষিদ্ধ করেছে তালেবান
Published: 7th, April 2025 GMT
আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ ক্ষমতা গ্রহণের আগপর্যন্ত ফাতিমার মতো নারীরা তাঁদের চুল বিক্রি করতে পারতেন। এ থেকে তাঁদের হাতে কিছু টাকা আসত। আফগান নারীদের বিক্রি করা চুল দিয়ে তৈরি হয় পরচুলার মতো নানা ফ্যাশন উপাদান।
গত বছর তালেবান সরকার চুল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এ কারণে ২৮ বছর বয়সী ফাতিমার মতো নারীদের গোপনে চুল বিক্রি করতে হচ্ছে। তবে তাঁদের এ কাজে অনেক ঝুঁকি রয়েছে। একবার ধরা পড়ে গেলে তালেবান সদস্যদের হাতে তাঁদের শাস্তি পেতে হবে।
আফগান নারীরা সাধারণত গোসলের পর ঝরে পড়া চুল ও সেলুনের মেঝেতে পড়া চুলগুলো গুছিয়ে বিক্রি করেন। এ চুলের দাম খুব সামান্য।
আফগানিস্তানে ২০২১ সালে তালেবান নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর কাবুলে বেতনভুক্ত বেসরকারি চাকরিতে থাকা কয়েকজন নারীর মধ্যে একজন হচ্ছেন ফাতিমা। মাসে তিনি ১০ হাজার টাকার মতো বেতন পান (১০০ মার্কিন ডলার)। ফাতিমা চুল বিক্রির বিষয়ে বলেন, ‘আমার এ অর্থ প্রয়োজন। এ থেকে আমি নিজের জন্য বা বাড়ির জন্য কিছু কিনতে পারি।’
ফাতিমা অবশ্য নিরাপত্তার খাতিরে তাঁর পুরো নাম প্রকাশ করতে চান না। তিনি বলেন, ১০০ গ্রাম চুল বিক্রি করলে ৩ ডলারের কিছু বেশি অর্থ পাওয়া যায়। মাসে তিনি যে বেতন পান, তাতে সামান্য কয়টা টাকা এতে যুক্ত হয়।
আফগান এই নারী বলেন, যেসব ক্রেতা পরচুলা তৈরির জন্য চুল বিদেশে রপ্তানি করতে চান, তাঁরা চুল সংগ্রহের জন্য আমাদের দরজায় কড়া নাড়েন।
তালেবান সরকার গত বছর চুলসহ ‘মানব শরীরের যেকোনো অঙ্গ’ বিক্রি নিষিদ্ধ করে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রেজা রিপনের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র বড় ছেলে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপনআজ সকাল সাড়ে আটটায় (সোমবার) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর চেয়ারম্যানবাড়ী সংলগ্নবাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে (মাসদাইর) মরহুমের দাফন সম্পন্ন হবে।মৃত্যুকালে পরিবারে স্ত্রী, দুই ছেলে ওএক মেয়ে এবং আত্নীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গিয়েছেন।
আহাম্মদ আলী রেজা রিপনেরমৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।