কঙ্গোর রাজধানীতে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি
Published: 7th, April 2025 GMT
আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) ভোরে দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর চীনা বার্তা সংস্থা সিনহুয়ার।
ডিআর কঙ্গোর উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র ও নিরাপত্তামন্ত্রী জ্যাকমেইন শাবানি বলেছেন, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত রাতভর প্রবল বৃষ্টিপাতে রাজধানীর বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কয়েক ডজন মানুষ হয়েছেন। অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
আরো পড়ুন:
নাটোরে শিলাবৃষ্টি, ফল ও ফসলের ক্ষতি
হবিগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়
দুর্গতদের উদ্ধার ও সহায়তার জন্য সরকার সশস্ত্র বাহিনী, বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং কিনশাসা প্রাদেশিক সরকারের সঙ্গে সমন্বয় করে একটি দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট গঠন করেছে।
বন্যার ফলে শহরের বেশিরভাগ অবকাঠামো অচল হয়ে পড়েছে। প্রধান সড়কগুলো ডুবে গেছে। শহরজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এতে ১ কোটি ৭০ লাখ মানুষের শহরটিতে আরো ধ্বংসের আশঙ্কা রয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাংবাদিক রবিনের শাশুড়ির ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, বেসরকারী টিভি চ্যানেল এনটিভি’র জেলা প্রতিনিধি ও জাতীয়পত্রিকাদৈনিক মানব জমিন’র স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিনের শাশুড়ী রাজিয়া সুবেদার (৭৫) আজসকাল ৯ ঘটিকায় রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার নামাজে জানাজা আজ বাদ আসরসিদ্ধিরগঞ্জের (নারায়ণগঞ্জ)আদমজী সোনামিয়া বাজার বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে পরিবারে ২ ছেলে, ৩ মেয়ে ও আত্নীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গিয়েছেন।
বিল্লাল হোসেন রবিনের শাশুড়ীরমৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।