এবারের আইপিএলে সবচেয়ে শক্তিশালী দল ভাবা হচ্ছিল সানরাইজার্স হায়দরাবাদকে। প্রথম ম্যাচে কুড়ি ওভারের প্রায় তিনশ ছুঁইছুঁই ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিল কমলা শিবির। তবে এরপরই ছন্দপতন হায়দরাবাদের। টানা ৩ ম্যাচ হার। এমন কঠিন পরিস্থিতিতে তারা রবিবার (৬ মার্চ) মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্সের বিপক্ষে। তবে ভাগ্য বদলায়নি তাদের। প্যাট কামিন্সের দল হেরেছে ৭ উইকেটের বিনিময়ে।
ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটের বিনিময়ে ১৫২ রানের পুঁজি পায় হায়দরাবাদ। ছোট চ্যালেঞ্জ তাড়া করতে নেমে ১৬.
ফহরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় কোনো ইনিংস খেলতে পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩১ রান করেন নিতিশ কুমার রেড্ডি। ২৭ রান করেন হেনরিক ক্লাসেন। ২২ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। ১৮ রান করেন অভিষেক শর্মা। কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫২ রানে থেমে যেতে হয়েছে তাদের। গুজরাটের হয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ২টি করে উইকেট নেন প্রাসিদ কৃষ্ণা ও সাই কিশোর।
আরো পড়ুন:
রাজস্থানের জয়রথে বাঁধা হতে পারল না পাঞ্জাবও
হারের হ্যাটট্রিক গড়ল চেন্নাই
লক্ষ্য তাড়া করতে নেমে সাই সুদর্শন আর জস বাটলার দলীয় ১৬ রানের মধ্যে ফিরে যান। তবে সেই পর্যন্তই। এরপর আগ স্বাগতিকদের কোন সুযোগ দিলেন না একপ্রান্ত আঁকড়ে রাখা শুভমান গিল। গুজরাট অধিনায়ক পাঁচে নামা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সহজাত ক্রিকেটই খেলতে থাকেন।
সুন্দর ভয়ংকর রূপ ধারন করে ২৯ বলে ৪৯ রান করে যান। এই বাঁহাতি ব্যাটসম্যান তার ইনিংসটি সাজান ৫ চার ও ২ ছক্কায়। বাকি কাজটুকু সারেন গিল আর শেরফান রাদারফোর্ড। গিল ৪৩ বলে ৯ চারে ৬১ আর রাদারফোর্ড ১৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।
জয় দিয়ে আইপিএল শুরু করা সানরাইজার্স হায়দরাবাদ একের পর এক ম্যাচ হেরেছে। ৫ ম্যাচ শেষে মাত্র ১ জয় নিয়ে টেবিলের তলানিতে কামিন্সের দল। চার ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শুভমান গিলের গুজরাট।
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ য়দর ব দ র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
ফের আইটেম কন্যা তামান্না
দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে তামান্না খুব ভালো একজন নৃত্যশিল্পী। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। গত বছর ‘আজ কি রাত’ গানে নেচে হইচই ফেলে দেন। ফের আইটেম গানে দেখা যাবে এই ‘মিল্কি বিউটিকে’।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, অজয় দেবগনকে নিয়ে পরিচালক রাজ কুমার গুপ্তা নির্মাণ করছেন ‘রেইড টু’। এ সিনেমার আইটেম গানে দেখা যাবে তামান্নাকে। এরই মধ্যে মুম্বাইয়ে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। হাই ভোল্টেজের আইটেম গানটি সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ সময়ে রাখা হবে।
প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “তামান্না ভাটিয়া আনুষ্ঠানিকভাবে ‘রেইড টু’ সিনেমার হাই এনার্জি আইটেম গানের শুটিং শুরু করেছেন। শুটিং সেটে গানটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ‘কাভালা’, এবং ‘আজ কি রাত’-এর মতো আকাশচুম্বী সফল আইটেম গানের পর নতুন গানে পারফর্ম করায় তার প্রতি দর্শকদের প্রত্যাশাও ব্যাপক। ঝলমলে আলো, বোল্ড কালার প্যালেট, স্ট্রোব ইফেক্টসহ অসাধারণ সেট ডিজাইন করেছে শুটিং টিম; যা তামান্না ভাটিয়ার দৃশ্যমান আবেদন আরো বৃদ্ধি করবে।”
আরো পড়ুন:
৭ বছর পর ফের ক্যানসারে আক্রান্ত তাহিরা
সালমান মুক্তাদির আর নাসিরের নাম উল্লেখ করে প্রভার পোস্ট!
আইটেম গানে তামান্নার পোশাক নিয়ে সূত্রটি বলেন, “ট্র্যাকটি গ্ল্যামারাস, যেখানে সিকুইন পোশাক পরে তামান্না তার সিগনেচার নাচ পরিবেশন করবেন। এটা নিশ্চিত করা হয়েছে যে, এ গানে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে পারফর্ম করবেন না তামান্না। তবে এ গানের গায়িকাকে গোপন রেখেছেন নির্মাতারা।”
‘রেইড টু’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করছেন বাণী কাপুর। প্রথম পার্টে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রুজ। ‘রেইড’ সিনেমায় আরো অভিনয় করছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ।
তা ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিংয়ের অভিনয়ের কথা রয়েছে। আগামী ১ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
ঢাকা/শান্ত