জিম্বাবুয়ে মার্কিন পণ্যে শুল্ক প্রত্যাহার করবে: প্রেসিডেন্ট
Published: 7th, April 2025 GMT
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়া বলেছেন, তিনি তার সরকারকে মার্কিন আমদানির ওপর সমস্ত শুল্ক স্থগিত করার নির্দেশ দেবেন।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, শনিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে মানাঙ্গাগওয়া বলেন, “এই পদক্ষেপের লক্ষ্য জিম্বাবুয়েতে আমেরিকান আমদানি বাড়ানো এবং জিম্বাবুয়ের রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচার করা।”
তিনি আরো বলেন, “এই পদক্ষেপ ন্যায়সঙ্গত বাণিজ্য এবং বর্ধিত দ্বিপক্ষীয় সহযোগিতার কাঠামোর প্রতি আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে।”
আরো পড়ুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে নতুন পরিকল্পনা
দক্ষিণ সুদানের নাগরিকদের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
পারস্পরিক শুল্ক দেশীয় কর্মসংস্থান ও শিল্পকে রক্ষা করে উল্লেখ করে মানাঙ্গাগওয়া বলেন, “জিম্বাবুয়ে সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার এবং কারো সাথেই প্রতিকূল সম্পর্ক গড়ে না তোলার নীতি বজায় রাখে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিম্বাবুয়েসহ কয়েক ডজন দেশ এবং অর্থনৈতিক অঞ্চল থেকে আমদানির ওপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে জিম্বাবুয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে জিম্বাবুয়ে ১৮ শতাংশ সারচার্জের মুখোমুখি হবে।
ইউরোপীয় ইউনিয়ন ২০ শতাংশ শুল্ক আরোপের মুখোমুখি হবে। চীন ৩৪ শতাংশ, ভিয়েতনাম ৪৬ শতাংশ, তাইওয়ান ৩২ শতাংশ, জাপান ২৪ শতাংশ এবং ভারত ২৬ শতাংশ শুল্ক আরোপের সম্মুখীন হবে।
কিছু দেশ, যেমন তুরস্ক, যুক্তরাজ্য, ব্রাজিল, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড, মিশর এবং সৌদি আরবকে ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করা হয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ল ক আর প
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তিন দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।
তিন বছর দুই মাস আগে বেসামরিকীকরণ ও নাৎসিমুক্ত করার ঘোষণা দিয়ে ইউক্রেনে যে সামরিক অভিযান শুরু করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন, তারপর এই দ্বিতীয়বার তার পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা এলো।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে নামে ইউক্রেন। দুই দেশের রক্তক্ষয়ী ও বিভৎস এই যুদ্ধে হাজার হাজার সেনা ও বেসামরিক মানুষের প্রাণ গেছে; ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের বাইরে।
এত দিনের যুদ্ধে ইউক্রেনের সঙ্গে একাট্টা হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে ফের ক্ষমতায় বসার পর যুদ্ধবিরতির মধ্যস্থতায় উল্লেখযোগ্য অগ্রগতির ধারায় রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা এলো।
বিবিসি লিখেছে, পুতিনের ঘোষণা অনুযায়ী ৮ মে থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। এক টেলিগ্রাম বার্তায় পুতিনের পক্ষে এই ঘোষণা দিয়েছে ক্রেমলিন।
অবশ্য যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। কী শর্তে ইউক্রেন এই যুদ্ধবিরতি মানবে, তা স্পষ্ট করা হয়নি।
এর আগে ইস্টার সানডে উপলক্ষে মাত্র ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির কথা বলেছিল রাশিয়া; যদিও তা উভয় দেশ লঙ্ঘন করে হামলায় লিপ্ত হয়।
যুদ্ধবিরতির প্রচেষ্টার সঙ্গে একটি শান্তি চুক্তি করার জন্য ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উভয় দেশের শীর্ষ নেতাদের সঙ্গে শান্তি চুক্তির শর্তগুলো নিয়ে কথা বলছেন। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে রোমে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই দিন ট্রাম্প বলেছিলেন, চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়া ও ইউক্রেন।
যুদ্ধবিরতি ঘোষণার দিনই সোমবার রাশিয়া ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন।
ঢাকা/রাসেল