গরুর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রী-সন্তান হত্যা মামলার আসামি জামিনে বেরিয়ে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন
Published: 7th, April 2025 GMT
প্রায় দুই বছর আগে রাজধানীর বাড্ডায় মা মাহামুদা হক ওরফে বৃষ্টি (৩৩) ও মেয়ে সানজা মারওয়া (১০) হত্যার ঘটনাটি ছিল বেশ আলোচিত। মা-মেয়ে হত্যা মামলার আসামি মাহামুদার স্বামী এস এম সেলিম (৩৬) চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্ট থেকে জামিন পান। জামিনে মুক্ত হয়ে তিনি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। বিয়ের জন্য কনে দেখাও হয়ে গেছে।
পুলিশের অভিযোগপত্র অনুযায়ী, পারিবারিক কলহ থেকে ২০২৩ সালের ১৩ জুন রাত সাড়ে ১০টা থেকে ১৪ জুন দিবাগত রাত আড়াইটার মধ্যে পরিকল্পিতভাবে মা-মেয়ে হত্যার ঘটনাটি ঘটে। হত্যার জন্য সেলিম গরুর দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ছিলেন। এই দুধ পানে তাঁর স্ত্রীর পাশাপাশি সন্তানের মৃত্যু হয়।
জামিনে মুক্ত হয়ে বিয়ের প্রস্তুতি নেওয়ার কথা নিজেই প্রথম আলোর কাছে স্বীকার করেছেন সেলিম। তবে এলাকার ভাষ্য, সেলিম ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন। তিনি নববধূকে নিয়ে নিজের পৈতৃক ফ্ল্যাট ছেড়ে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়েছেন।
সেলিমের জামিনে মুক্ত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মাহামুদার পরিবারের সদস্যরা। মাহামুদার মা জুঁই বেগম প্রথম আলোকে বলেন, এভাবে খুনের আসামি যদি জামিন পেয়ে যান, বিচার না হয়, তাহলে ঘরে ঘরে খুন হবে।
সেলিমের জামিন বাতিল করে তাঁর বিচার ও শাস্তির দাবি জানান জুঁই বেগম। তাঁর আশঙ্কা, সেলিম দেশের বাইরে পালিয়ে যেতে পারেন।
কী ঘটেছিল
মামলার এজাহার ও অভিযোগপত্র থেকে জানা যায়, ২০২৩ সালের ১৪ জুন দিবাগত রাত আড়াইটার দিকে মাহামুদার দ্বিতীয় বোনকে মুঠোফোনে কল করেন সেলিম। তিনি বলেন, স্ত্রী মাহামুদা ও মেয়ে সানজা কোনো সাড়া দিচ্ছেন না। দুজনের শরীর শীতল হয়ে গেছে।
মাহামুদার এই বোন ময়মনসিংহে নিজের শ্বশুরবাড়িতে থাকায় তিনি ফোন করে বিষয়টি ঢাকায় তাঁর মামা ও ফুফুদের জানান। তাঁরা রাজধানীর মেরুল বাড্ডায় অর্কিড জামশেদ টাওয়ারে সেলিম-মাহামুদার ফ্ল্যাটে যান। দেখেন, মাহামুদা তাঁর শয়নকক্ষের বিছানায় নিথর অবস্থায় পড়ে আছেন। পাশের কক্ষের বিছানায় নিথর অবস্থায় পড়ে আছে সানজা।
সে সময় সেলিম জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে বাসায় অ্যাম্বুলেন্স আনেন। তিনি ও মাহামুদার পরিবারের সদস্যরা মা-মেয়েকে (মাহামুদা ও সানজা) নিয়ে রামপুরার ফরাজী হাসপাতালে যান। হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে মাহামুদা ও সানজাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে পুলিশ এসে হাসপাতাল থেকে সেলিমকে আটক করে।
মা-মেয়ে হত্যার ঘটনায় মাহামুদার বাবা মো.
এই মামলায় গ্রেপ্তারের পর সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ সূত্র জানায়, জবানবন্দিতে তিনি স্ত্রী-মেয়েকে হত্যার কথা স্বীকার করেন। তিনি বলেন, স্ত্রী তাঁকে মানসিকভাবে নির্যাতন করতেন। সেই ক্ষোভ থেকে তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মাহমুদা গরুর দুধ পান করতেন। সেই সুযোগ তিনি নেন। ওষুধের দোকান থেকে তিনি (সেলিম) ৩০টি ঘুমের ট্যাবলেট কিনে এনে দুধের সঙ্গে মিশিয়ে দেন। তবে শুধু স্ত্রীকে হত্যার উদ্দেশ্য ছিল তাঁর। সন্তানও যে দুধ পান করবে, তা তিনি বুঝতে পারেননি।
মে-মেয়ে হত্যার ঘটনার এক সপ্তাহ পর ২০২৩ সালের ২১ জুন মাহামুদার মামা সোহেল শিকদারের বাড্ডার বাসায় গিয়েছিলেন এই প্রতিবেদক। সে সময় বাড়িটিতে মাহামুদার মা ও ছোট সন্তান সারিম ছিলেন। সারিম সারাক্ষণই কান্নাকাটি করছিল।
মাহামুদার মামা সোহেল শিকদার সম্প্রতি প্রথম আলোকে বলেন, সেলিমের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ নিয়ে সেলিম-মাহামুদার দাম্পত্য কলহ চলছিল। এর আগে করোনা মহামারির সময় ফরিদপুরে গিয়ে এক মেয়েকে বিয়ে করেছিলেন সেলিম। অল্প সময়ের মধ্যে সেই বিয়ের বিচ্ছেদ হয়। মাহামুদাকে হত্যার আগেও এক নারীর সঙ্গে সেলিমের সম্পর্ক চলছিল। সেই মেয়েটিকেই সেলিম বিয়ে করে থাকতে পারেন।
হত্যার ঘটনার সময় মাহামুদা-সেলিম দম্পতির ছোট ছেলে সারিম মারওয়ানের বয়স ছিল ৯ মাস। ঘটনার পর থেকে ছেলেটি তার নানা-নানির সঙ্গে মুন্সিগঞ্জে থাকে। ছেলেটির বয়স এখন প্রায় আড়াই বছর। তার নানি জুঁই বেগম প্রথম আলোকে বলেন, ‘মা (মাহামুদা) আর বোনের (সানজা) কথা জিজ্ঞেস করলে শিশু সারিম আকাশের দিকে আঙুল তুলে আধো স্বরে বলে, “আম্মু আকাশে, আপু আকাশে।”’
মাহামুদার মা জুঁই বেগম বলেন, হত্যার ঘটনার পর পুলিশ ও পারিবারিক হস্তক্ষেপে সারিমের জন্য মাসে ১০ হাজার টাকা করে সেলিমের পরিবার দেবে বলে বন্দোবস্ত হয়। সেই টাকা তাঁরা পাচ্ছেন বলে জানান মাহামুদার মা।
কনে দেখা শেষ
হাইকোর্ট থেকে পাওয়া জামিনের আদেশের অনুলিপির তথ্য অনুযায়ী, গত ২৮ জানুয়ারি ৬ মাসের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে সেলিমকে।
স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগের বিষয়ে গত ৫ এপ্রিল সেলিমের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি এই হত্যা ও অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।
স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়ে জানতে চাইলে সেলিম বলেন, ষড়যন্ত্র করে তাঁর কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছিল।
তাহলে স্ত্রী-সন্তানকে কে হত্যা করেছে, এমন প্রশ্নে সেলিম বলেন, ‘আমি নিজেও বুঝতে পারছি না। এ নিয়ে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলব।’
সেলিম বলেন, তিনি তাঁর ছেলে সারিমের খোঁজখবর রাখছেন। তার জন্য প্রতি মাসে টাকা পাঠাচ্ছেন।
আবার বিয়ে করেছেন কি না, জানতে চাইলে তা অস্বীকার করেন সেলিম। তবে এলাকার লোকজন বলেন, সেলিম বিয়ে করে তাঁর মেরুল বাড্ডার পৈতৃক ফ্ল্যাট ছেড়ে আফতাবনগরে বাসা ভাড়া নিয়েছেন।
এ বিষয়ে জানতে ৬ এপ্রিল সেলিমের সঙ্গে আবার যোগাযোগ করলে তিনি আফতাবনগরে বাসা ভাড়া নেওয়ার কথা স্বীকার করেন। সেলিম বলেন, তিনি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। অল্প কিছুদিনের মধ্যে বিয়ে করবেন।
কনে ঠিক হয়েছে কি না, জানতে চাইলে সেলিম বলেন, ‘কনে দেখা হয়েছে। আম্মুর পছন্দে বিয়ে করছি।’
মাহামুদার মা জুঁই বেগম বলেন, ‘সেলিমই আমার মেয়ে আর নাতনিকে হত্যা করেছে। আমার মেয়ে আমাকে বারবারই বলত, “অসুস্থ হওয়া ছাড়া কোনো দিন যদি আমি মারা গেছি শোনো, তাহলে বুঝবা, সেলিম আমাকে মেরে ফেলছে।” আমি এই হত্যার বিচার চাই। এমন হত্যার বিচার না হলে ঘরে ঘরে খুনের ঘটনা ঘটবে।’
আরও পড়ুনবাড্ডায় মা-মেয়েকে হত্যার অভিযোগ১৪ জুন ২০২৩আরও পড়ুনগরুর দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন সেলিম১৪ জুন ২০২৩উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য় র প রস ত ত স ব ক র কর ন স ল ম বল ন প রথম আল ই ব গম র জন য ঘটন র
এছাড়াও পড়ুন:
পহেলগাম হামলা: পাঁচ সন্দেহভাজনের বাড়ি গুঁড়িয়ে দিল ভারত
পেহেলগামে ২৬ জন পর্যটককে হত্যার কয়েক দিন পর গতকাল শুক্রবার রাতে জম্মু ও কাশ্মিরজুড়ে পাঁচ সন্দেহভাজনের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। তবে হামলার ঘটনার পর এখনো কাউকে আটক করতে পারেনি তারা।
কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শোপিয়ান, কুলগাম ও পুলওয়ামা জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গত কয়েক দিনে সন্দেহভাজনদের ওপর দমন অভিযান আরও জোরদার করা হয়েছে।
শোপিয়ানের চোপোটিপোরা গ্রামে শাহিদ আহমেদ কুট্টের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাকে লস্কর কমান্ডার বলে দাবি করছে ভারত। কর্মকর্তারা জানিয়েছেন, কুট্টে গত তিন-চার বছর ধরে সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সমন্বয় করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।
কুলগামের মাতালম এলাকায় আরেক সন্দেহভাজন জাহিদ আহমেদের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পুলওয়ামার মুররান এলাকায় বিস্ফোরক দিয়ে আহসান উল হক নামে একজনের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের দাবি, আহসান ২০১৮ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ নিয়েছিলেন এবং সম্প্রতি উপত্যকায় ফিরে আসেন।
এহসান আহমেদ শেখ নামে একজন সন্দেহভাজনের দোতলা বাড়িও ভেঙে দেওয়া হয়েছে। তিনি লস্কর-ই-তৈয়বার সদস্য বলে দাবি করা হচ্ছে, যিনি ২০২৩ সালের জুন মাস থেকে সক্রিয় ছিলেন।
পঞ্চম সন্দেহভাজন হারিস আহমেদের বাড়িও বিস্ফোরক পেতে উড়িয়ে দেওয়া হয়েছে। পুলওয়ামার কাচিপোরা এলাকার ওই বাসিন্দা ২০২৩ সাল থেকে সক্রিয় বলে দাবি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
এর আগে গত বৃহস্পতিবার রাতে, পেহেলগাম হামলার মূল সন্দেহভাজন আদিল হুসেন ঠোকর এবং আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার অনন্তনাগ পুলিশ পেহেলগাম হামলায় জড়িত সন্দেহে ঠোকর এবং আরও দুইজনের স্কেচ প্রকাশ করেছিল। কর্মকর্তারা জানিয়েছেন, অন্য দুই সন্দেহভাজন—হাশিম মুসা ওরফে সুলেমান এবং আলি ভাই ওরফে তালহা আপন ভাই। তারা পাকিস্তানি নাগরিক এবং তাদের গ্রেপ্তারের জন্য ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামের বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর অতর্কিতে গুলি চালায় একদল সন্ত্রাসী। এই হামলায় ২৬ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শুনে পর্যটকরা প্রাণে বাঁচার জন্য ছুটোছুটি শুরু করেন, কিন্তু খোলা প্রান্তরে কোথাও লুকানোর সুযোগ ছিল না।
হামলার পর, সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
পহেলগাম হামলার কঠোর জবাবে ভারত সরকার ইন্দাস পানি চুক্তি স্থগিত করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই বর্বর হামলার পেছনে রয়েছে, তাদের এবং তাদের মদতদাতাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।