ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন নাসির হোসেন। তার ক্রিকেটে ফেরার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য নির্ধারিত শর্তগুলি সফলভাবে পূরণ করার পর আইসিসি আনুষ্ঠানিকভাবে তাকে পুনরায় ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে।
৩৩ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার আজ মাঠেও নেমে গেছেন। সোমবার (৭ এপ্রিল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নেমেছেন নাসির। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ টাইগার্স। দলটির একাদশে সুযোগ পেয়েছেন নাসির। ইনিংসের প্রথম ওভারটিও করেন তিনি।
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে খেলার সময় একটি আইফোন উপহার পেয়েছিলেন নাসির। তথ্য গোপন করায় ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞার অন্যান্য শর্তে সন্তুষ্ট করার প্রেক্ষিতে ২০২৫ সালের ৭ এপ্রিল তার ক্রিকেটে ফেরার কথা ছিল। সময় ক্ষেপণ না করে আজই মাঠে নেমে গেছেন।
আরো পড়ুন:
প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত ফল
জিম্বাবুয়ে সিরিজে পরীক্ষা-নিরীক্ষা, তরুণদের সামনে সুযোগ
প্রায় সাত বছর ধরে জাতীয় দলের বাইরে নাসির। সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে হওয়া টি-টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়কত্ব করেন নাসির। আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী নীতিমালার তিনটি আইন ভঙ্গের অভিযোগ আনা হয় নাসিরের বিরুদ্ধে। চার মাস ধরে তার বিরুদ্ধে তদন্ত করে আইসিসি। ৭৫০ ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণ করে সেটি দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের জানাননি নাসির।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবারও মঞ্চে আসছে ‘মার্ক্স ইন সোহো’
আবারও মঞ্চে আসছে আলোচিত নাটক ‘মার্ক্স ইন সোহো’। ঢাকার বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে পয়লা মে থেকে ৩ মে টানা তিন দিন সন্ধ্যা সাতটায় প্রদর্শনী রয়েছে।
পয়লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও ৫ মে কার্ল মার্ক্সের ২০৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নাটকটি মঞ্চে আনছে বটতলা ও যাত্রিক।
প্রখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ও তাত্ত্বিক হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এ নাটকটি প্রথম মঞ্চে আসে ২০২১ সালের অক্টোবরে।
মৃত্যুর প্রায় ১০০ বছর পর কার্ল মার্ক্স কি সত্যি সোহোতে বা পৃথিবীতে ফিরেছেন? ফেরার প্রয়োজনীয়তাও কি আছে? এই যে পৃথিবীতে বাস করছি, আমরা যেখানে নানা বৈষম্য বিদ্যমান, শ্রমিক তাঁর ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, তাঁর জীবন যেখানে মূল্যহীন, যেখানে মানুষের মধ্যে অসহিষ্ণুতা এবং ভেতরে–ভেতরে চিৎকার-রাষ্ট্রযন্ত্র দ্বারা হঠাৎ হঠাৎ বাইরে বেরিয়ে আসা দু-একটি চিৎকারেরও টুঁটি চেপে ধরা—এমন অস্থির সময়ে মানুষের মুক্তি কোথায়? গোটা বিশ্ব যেখানে পুঁজিবাদের দাস, সেখানে কার্ল মার্ক্স কি ফিরছেন এসব থেকে উত্তরণের পথ দেখাতে, নাকি তাঁর নামে চালু বদনামগুলো পরিষ্কার করতে? এসবই জানা যাবে নাটকের নানা স্তরে, বোঝা যাবে শুধু একজন দার্শনিক নন, এক ব্যক্তি কার্ল মার্ক্সকেও।
বটতলার ওয়েবসাইটে প্রদর্শনীর টিকিট পাওয়া যাবে। শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড় রয়েছে।
আরও পড়ুনআজ কার্ল মার্ক্স আসবেন০৬ অক্টোবর ২০২১