Risingbd:
2025-04-28@09:27:35 GMT

নেইল কাটারে ছিদ্র থাকে কেন?

Published: 7th, April 2025 GMT

নেইল কাটারে ছিদ্র থাকে কেন?

নখ কাটার জন্য আমরা নেইল কাটার ব্যবহার করে থাকি। এই ছোট্ট যন্ত্রটি নখ কাটার পাশাপাশি আরও অনেক কাজে লাগে।

নখ পরিষ্কার করা, নখের সাইজ ঠিক করার জন্যও নেইল কাটার ব্যবহৃত হয়। কিন্তু খেয়াল করেছেন কি, নেইল কাটারে একটি ছিদ্র রয়েছে। এই ছিদ্রটি কি কাজে লাগে জানেন? 

নেইল কটারের ব্লেডটি এই ছিদ্রটির সঙ্গে সংযুক্ত থাকে, যা এটিকে ঘোরাতে, খুলতে ও বন্ধ করতে সহায়তা নখের টুকরো যদি নেইল কাটারে আটকে যায়, তাহলে এই ছিদ্র দিয়ে বের করা সম্ভব হতে পারে। 

উল্লেখ্য,  অ্যালুমিনিয়াম বা এই জাতীয় তার বাঁকানোর জন্য নেইল কাটারের এই ছিদ্রটি ব্যবহার করা যেতে পারে।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এই ছ দ র

এছাড়াও পড়ুন:

ভিয়েতনাম থেকে এল ২০ হাজার মেট্রিক টন আতপ চাল

সরকারি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা ২০ হাজার মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে এসেছে। 

চাল বহনকারী জাহাজ এমভি থাই বিআইএনএইচ ০৯ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। নমুনা পরীক্ষা শেষে জাহাজ থেকে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি করা হয়েছিল।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ