বিশ্বের নাম্বার ওয়ান বিলিয়নিয়ার বা এক নম্বর অতিধনী ব্যক্তির জায়গাটি যেন নিজের করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলন মাস্ক, যিনি সাতটি কোম্পানির সহপ্রতিষ্ঠাতা। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা, রকেট প্রস্তুতকারী স্পেসএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সএআই প্রভৃতি। ফোর্বস–এর ২০২৫ সালের শতকোটিপতি তালিকায় ইলন মাস্কের নিট সম্পদের মূল্য উল্লেখ করা হয়েছে ৩৪২ বিলিয়ন বা ৩৪ হাজার ২০০ কোটি মার্কিন ডলার, যা গত বছর ছিল ১৯৫ বিলিয়ন ডলার। এক বছরে তাঁর সম্পদ বেড়েছে প্রায় ১৪৭ বিলিয়ন ডলার।

২.

মার্ক জাকারবার্গমার্ক জাকারবার্গ

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওয়েলচের পর উইলিয়ামসের ফিফটি, অস্বস্তিতে বাংলাদেশ

নিক ওয়েলচ- শন উইলিয়ামসের জুটিতে ভুগছে বাংলাদেশ। ইতোমধ্যেই দুজন ব্যক্তিগত ফিফটি পেয়ে গেছে। ওয়েলচ ফিফটি করেছেন ১০৭ বলে অন্যদিকে উইলিয়ামস পঞ্চাশ ছুঁয়েছেন ১১৩ বলে। দুজনের জুটিতে অস্বস্তিতে বাংলাদেশ শিবির। উইকেট মেতে মরিয়া তাইজুল-মিরাজরা। ৫৩ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৫৯। উইলিয়ামস ৫৪ ও নিক ওয়েলচ ৫৩ রানে খেলছেন।

উইলিয়ামস-ওয়েলচের জুটিতে পঞ্চাশ, এগোচ্ছে জিম্বাবুয়ে

মধ্যাহ্ন বিরতির পর শতরান পেরিয়ে এগোচ্ছে জিম্বাবুয়ে। ওয়েলচ-উইলিয়ামস জুটিও ইতোমধ্যে পঞ্চাশ পেরিয়েছে। ওয়েলচ ৪৬ ও উইলিয়ামস ২৯ রানে ব্যাট করছেন। ৪৩ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১২৬ রান। বাংলাদেশ জুটি ভাঙতে মরিয়া হয়ে উঠেছে।

প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

সম্পর্কিত নিবন্ধ