গাজায় হামলার প্রতিবাদ, ক্লাস-পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে
Published: 7th, April 2025 GMT
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সংহতি জানিয়ে আজ সোমবার বাংলাদেশেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরেশোরে এ কর্মসূচি পালিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, আজ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ক্লাস-পরীক্ষা হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার পাশাপাশি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব অফিস বন্ধ রাখা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হবে। সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবেশ ডেকেছে। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এ সমাবেশ হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দেশের বিভিন্ন বিদ্যালয়-কলেজে আজ ক্লাস বন্ধ রাখা হয়েছে। তবে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে নয়। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ ক্লাস হচ্ছে না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ ঘোষণা দেয়।
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রশাসনিক দায়িত্বে থাকা এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকেবলেন, নিয়মিত কোনো ক্লাস হচ্ছে না। স্কুলে কিছু শিক্ষার্থী এসেছিল। তাদের নিয়ে ফিলিস্তিন বিষয়ে আলোচনা করা হয়। আর কলেজে শিক্ষার্থীরা আসেনি।
আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। রোববার রাতেই এ কর্মসূচির বিষয়ে নিশ্চিত করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীন। আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংহতি সমাবেশ করবে শিক্ষক সমিতি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল স পর ক ষ
এছাড়াও পড়ুন:
ঘরের চালায় ঢিল দিতে বাধা দেওয়ার জের, টেঁটাবিদ্ধ হয়ে নারীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টেঁটাবিদ্ধ হয়ে রোকেয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী। রোকেয়া বেগম (৫০) উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলমদর পাড়ার রইছ মিয়ার স্ত্রী। ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘরে চালায় ঢিল ছুড়তে বাধা দেওয়ায় ১ এপ্রিল রাতে বদরুল ইসলাম নামে এক যুবক রোকেয়া বেগমকে টেঁটা দিয়ে আঘাত করে। বদরুল একই এলাকার ছিপত আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, ধরমণ্ডল ইউনিয়নের কলমদর পাড়ার যুবক বদরুল প্রায়ই রোকেয়ার ঘরে ইট দিয়ে ঢিল ছুড়ত। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বিচার সালিশও হয়েছে। গত ১ এপ্রিল রাতে ঘরের চালে ঢিল মারে। এতে ঘরে থাকা শিশুরা আতঙ্কিত হয়ে পড়লে রোকেয়ার ছেলে সেলিম মিয়া বের হয়ে প্রতিবাদ জানায়। কিন্তু বদরুল কোনো কথায় কর্ণপাত না করে আবারো ঢিল ছুড়তে চাইলে দু’জনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে বদরুলের হাতে থাকা টেঁটা দিয়ে সেলিমকে আঘাত করতে আসে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা রোকেয়া বেগম ছেলের সামনে চলে এলে তাঁর বুকে টেঁটাবিদ্ধ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার রাতে মারা যান।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর বদরুলকে আটক করে গ্রাম পুলিশ ফরিদ মিয়ার জিম্মায় দেওয়া হয়। কিন্তু বদরুল কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
অভিযোগ প্রসঙ্গে গ্রাম পুলিশ ফরিদ মিয়ার ভাষ্য, চেয়ারম্যানের নির্দেশে স্থানীয়রা বদরুলকে তাঁর কাছে ধরে এনেছিলেন। এর পর তিনি বদরুলকে চেয়ারম্যানের কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে কথা বলার এক ফাঁকে বদরুল পালিয়ে যায়।
নাসিরনগর থানা ওসি মো. খায়রুল আলম বলেন, তিনি ঘটনা সম্পর্কে শুনেছেন। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।