বুমরা ফিরছেন আজ, প্রথম বলেই চার–ছক্কা মেরে স্বাগত জানানোর বার্তা বেঙ্গালুরুর
Published: 7th, April 2025 GMT
পিঠের চোটের কারণে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসও তাঁকে প্রথম চার ম্যাচ পায়নি। এই চার ম্যাচের তিনটিতেই হেরে যাওয়ায় তাঁর অভাব বড্ড বেশি অনুভব করেছে মুম্বাই।
ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের মনে যে প্রশ্নটি তাই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছিল, তা হলো—কবে ফিরছেন যশপ্রীত বুমরা? কবে বল হাতে একাই ব্যবধান গড়ে দিয়ে মুম্বাইয়ের ভাগ্য ফেরাবেন?
মুম্বাই ইন্ডিয়ানস সমর্থকদের অপেক্ষা অবশেষে ফুরাচ্ছে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) কয়েক মাস পুনর্বাসনে থাকা বুমরা এখন পুরোপুরি ফিট। ৩১ বছর বয়সী ফাস্ট বোলার পরশু মুম্বাই দলে যোগও দিয়েছেন। সব ঠিক থাকলে আজ রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে চার মাস পর খেলতে নামবেন বুমরা।
বুমরার প্রত্যাবর্তন কতটা স্বস্তির, তা মুম্বাই ইন্ডিয়ানসের সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আগমনের ঘোষণা দেখেই বোঝা যায়, ‘সিংহ ফিরে এসেছে এবং আবার এই জঙ্গলের রাজা হতে প্রস্তুত, গর্জে ওঠার জন্য প্রস্তুত।’
তবে মুম্বাইয়ের এমন হুংকারে ডরাচ্ছে না বেঙ্গালুরু। বরং বুমরাকে পাল্টা আক্রমণের পরিকল্পনা করেছে তারা। প্রথম বলেই চার অথবা ছক্কা মেরে তাঁকে স্বাগত জানানো হবে—এমনটাও ভেবে রাখা হয়েছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বেঙ্গালুরুর অস্ট্রেলিয়ান হার্ড হিটিং ব্যাটসম্যান টিম ডেভিড।
মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ আইপিএলের সবচেয়ে কাঙ্ক্ষিত দ্বৈরথগুলোর একটি। বুমরা এমন হাই ভোল্টেজ ম্যাচ দিয়েই ফিরছেন।
তাঁর বলে শুরু থেকেই মেরে খেলার কথাটা যিনি বলেছেন, সেই ডেভিড দুই দলেই খেলেছেন। এ বছর বেঙ্গালুরুতে যোগ দেওয়ার আগে ২০২১ সালেও এই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন। মাঝে তিন মৌসুম (২০২২-২০২৪) খেলেছেন মুম্বাইয়ে। বুমরাকে সতীর্থ হিসেবে পাওয়ায় তাঁর ব্যাপারে ভালোই ধারণা জন্মেছে ডেভিডের।
সংবাদ সম্মেলনে বুমরার ফেরার প্রসঙ্গ আসতেই সিঙ্গাপুরে জন্ম নেওয়া এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বলেছেন, ‘আশা করি আগামীকাল (আজ) রাতে বুমরা প্রথম ওভার করবে এবং আমাদের যে ব্যাটসম্যানই ওপেনিংয়ে নামুক, তাঁর প্রথম বলেই চার অথবা ছক্কা মারবে। এটাই আমাদের বার্তা।’
বুমরাকে প্রশংসাতেও ভাসিয়েছেন ডেভিড, ‘সবাই ভালো করেই জানে, বুমরা বিশ্বের সেরা বোলার। তাঁকে আবার টুর্নামেন্টে (আইপিএলে) দেখতে পারাটা দারুণ ব্যাপার হবে। কারণ, সে থাকলে খেলাটা আরও ভালো হবে। তবে আমরা তাঁকে সামলানোর চ্যালেঞ্জ নিতে চাই। আমরা এই টুর্নামেন্টের গভীরে যেতে চাই। প্লে-অফে খেলতে চাইলে আমাদের সেরা দল ও সেরা খেলোয়াড়দের হারাতে হবে।’
বুমরার ভয়ংকর ইয়র্কার সামলানোর চ্যালেঞ্জ বেশ রোমাঞ্চকর হবে বলে মনে করেন ডেভিড, ‘জানি, সে মারাত্মক ইয়র্কার করবে। আমি শুধু আমার পায়ের আঙুলগুলো নিরাপদে রাখার চেষ্টা করব (হাসি.
এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন ডেভিড। দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দুটিতেই ঝড় তুলেছেন (৮ বলে ২২* ও ১৮ বলে ৩২)। তাঁর দল বেঙ্গালুরু তিন ম্যাচের দুটিতে জিতে আছে পয়েন্ট তালিকার তিন নম্বরে।
তবে ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে বেঙ্গালুরুর সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। এই মাঠে রোহিত-বুমরা-সূর্যকুমারদের বিপক্ষে সর্বশেষ ৬ ম্যাচেই হেরেছে বিরাট কোহলির দল। সর্বশেষ জয়টা এসেছিল ২০১৫ সালে। এক দশক পর বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ‘ওয়াংখেড়ে জুজু’ কাটিয়ে উঠতে পারবে কি না, তা আজ রাতেই বোঝা যাবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
পরবর্তী পোপ নির্বাচন কীভাবে
রোমান ক্যাথলিক চার্চের ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নিতে রক্ষণশীল আর প্রগতিশীল কার্ডিনালদের তৎপরতা বেড়েছে। চলছে বিভিন্ন পর্যায়ের লবিং। প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ক্যাথলিকের নতুন নেতা বেছে নিতে ১৩৫ জন কার্ডিনাল সিস্টিন চ্যাপেলে গোপন বৈঠকে বসবেন। এবারের পোপ নির্বাচনের ফলাফল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অনিশ্চিত।
এবারের বৈঠকে অংশ নেওয়া কার্ডিনালদের বেশির ভাগই আগে কোনো পোপ নির্বাচনে অংশ নেননি। তাদের ৮০ শতাংশই গত ১২ বছর পোপ ফ্রান্সিসের হাতে নিয়োগ পেয়েছেন। চার্চের বৈচিত্র্য বাড়ানোর চেষ্টায় ইরান, আলজেরিয়া, মঙ্গোলিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে কার্ডিনাল নিয়োগ দেন পোপ ফ্রান্সিস। ফলে কার্ডিনাল কলেজে ইউরোপ-আমেরিকার একক আধিপত্য কিছুটা কমেছে। ২০১৩ সালে ইউরোপীয় কার্ডিনালের হার ছিল ৫০ শতাংশের বেশি, এখন যা নেমে এসেছে ৩৯ শতাংশে। এশিয়া আর লাতিন আমেরিকা থেকেও এখন ১৮ শতাংশ করে প্রতিনিধি আছেন।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর এখন রোমান ক্যাথলিক চার্চে চলছে ‘নোভেনদিয়ালি’ নামে ৯ দিনের আনুষ্ঠানিক শোক পালন। ভ্যাটিকানের নিয়ম অনুযায়ী, পোপের মৃত্যুর পর ১৫ থেকে ২০ দিনের মধ্যে কনক্লেভ শুরু করতে হয়। সব কার্ডিনাল আগেভাগে পৌঁছে গেলে কনক্লেভ আগেও শুরু করা যায়। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে কনক্লেভ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে ভ্যাটিকানের করিডোর, বাগান আর ডাইনিং রুমে শুরু হয়েছে গোপন আলোচনা আর লবিং।
কনক্লেভ শুরু হওয়ার পর দ্রুত প্রথম ভোট হবে। প্রতিদিন সকাল আর বিকেলে ভোট হবে, যতক্ষণ না কোনো প্রার্থী দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে জিতে যান। ১৩০০ শতকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ কনক্লেভ চলেছিল ২ বছর ৯ মাস। দ্য গার্ডিয়ান।