বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর ৮ নেতা বহিষ্কার
Published: 7th, April 2025 GMT
রংপুরের বদরগঞ্জে বিএনপি ও যুবদলের আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে গতকাল যুবদলের দুই নেতাকে বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সদর দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম। বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার এক দিন পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কার হওয়া ছয়জন হলেন রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক, উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া। তাঁদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া বদরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন সরদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হককেও বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য বিএনপি ও যুবদলের ওই আট নেতাকে বহিষ্কারের কারণ হিসেবে পৃথক আদেশে উল্লেখ করা হয়েছে। বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক পরিতোষ চক্রবর্তী গত রাতে বিএনপি ও যুবদলের স্থানীয় ওই আট নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে জেলা ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার গতকাল রাতে বলেন, ‘আমি দলীয় শৃঙ্খলাপরিপন্থী কোনো কাজ করিনি। আমি কেমন মানুষ, তা এলাকার সাধারণ মানুষ জানেন। বহিষ্কারের কোনো চিঠি আমি পাইনি।’
আরও পড়ুনরংপুরের বদরগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫০৫ এপ্রিল ২০২৫বিএনপি নেতা হুমায়ুন কবীর, এনামুল হক ও গোলাম কিবরিয়াও জানান, তাঁরা কেউই বহিষ্কারের চিঠি এখনো হাতে পাননি।
বদরগঞ্জ পৌর শহরে একটি টিনের দোকানকে কেন্দ্র করে গত শনিবার দুপুরে বদরগঞ্জ শহীদ মিনারের পাশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে নিহত হন স্থানীয় বিএনপিকর্মী উপজেলার মধুপুর কালজানি গ্রামের লাভলু সরকার (৫০)। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও যুবদলের ওই আট নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বদরগঞ জ উপজ ল ও য বদল র ব এনপ র স ব এনপ র দ আট ন ত ক সদস য
এছাড়াও পড়ুন:
‘চার্মিং’ থাকার উপায় জানালেন জয়া আহসান
‘চার্মিং’ মনোমুগ্ধকর বা আকর্ষণীয় ব্যক্তিত্বকে শিল্পের সঙ্গে তুলনা করা হয়। কেউ কেউ একটি ঘরে প্রবেশের সাথে সাথেই অন্যদের মুগ্ধ করেন, আবার কেউ কেউ সময়ের সাথে সাথে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে নেন। যদিও প্রত্যেকেই ভিন্ন ভিন্ন প্রাকৃতিক আকর্ষণ নিয়ে জন্মগ্রহণ করেন। তারপরেও ব্যক্তিজীবনে কিছু কিছু অভ্যাস অনুশীলনের মাধ্যমে ‘আকর্ষণীয় ব্যক্তিত্ব’ অর্জন করা যায়।
সেক্ষেত্রে দুইটি বিষয়কে গুরুত্ব দেওয়া জরুরি, মনোভাব এবং শারীরিক ভাষা। বাংলাদেশের অন্যতম ‘চার্মিং’ বা আকর্ষণীয় ব্যক্তিত্ব বিবেচনা করা হয় গুণী অভিনেত্রী জয়া আহসানকে।
জয়া আহসান এক সাক্ষাৎকারে তার ‘চার্মিং’ থাকার তিনটি কারণ উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘যেকোন মানুষ হাসিখুশি থাকলে তাকে ‘চার্মিং’ দেখায়। আমি হাসিখুশি থাকার চেষ্টা করি এবং পজেটিভ থিংকিং করি; এইটুকুই। আর অবশ্যই একটি লাইফস্টাইল মেনে চলি। আমি বলবো যে, একজন মানুষের লাইফস্টাইল, এবং পজেটিভ থিংকিং তাকে ‘চার্মিং’ করে তুলতে পারে।’’
আরো পড়ুন:
ঠান্ডা একটা গান গাওয়ার ইচ্ছা ছিল জেফারের
বর্তমান নাকি ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দেবেন?
‘চার্মিং’ ধারণাটি শুধুমাত্র চেহারা বা সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি একজন মানুষের সঙ্গে কীভাবে কথা বলছেন, সেই ধরণও বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন।
উইকিহাউ এর প্রতিবেদন ‘চার্মিং’ ব্যক্তিত্বের অধিকারী হওয়ার বেশ কয়েকটি উপায় জানিয়ে দেওয়া হয়েছে। যেমন— কারও সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন। চোখে যেন হাসি থাকে, সেদিকটা আয়ত্ব করার চেষ্টা করতে হবে। যার সঙ্গে কথা বলবেন তার আগ্রহের উপর ভিত্তি করে প্রশ্ন জিজ্ঞাসা করতে শিখুন এবং ভদ্র থাকুন। আপনি যার সাথে কথা বলছেন তার কখনই মনে করা উচিত নয় যে আপনি কথোপকথনটি ছোট করার চেষ্টা করছেন। মানুষের নাম মনে রাখার চেষ্টা করুন। মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার মিশেলে সম্পর্ক গড়ে তুলুন।
ঢাকা/লিপি