বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে রা‌কিব (২৭) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় জেলার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম থেকে তাকে আটক করা হয়। রাকিব ওই এলাকার আব্দুল মতিনের ছেলে।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার বিকেলে সাড়ে ৩টার দিকে বগুড়া শহরের জেলখানা মোড় এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।

আরো পড়ুন:

বর পক্ষকে উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ, থানায় মামলা

খাবারের হোটেলের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, আগুন দিল জনতা

আহত দুই সাংবাদিক হলেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট আসাফুদৌলা নিয়ন।

ইন্সপেক্টর রাকিব হোসেন বলেন, ‘‘দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়ার পর আশপাশের সিসিটিভি ফুটেজে দেখে জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় জড়িত রাকিব নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে পুলিশের অভিযান চলছে।’’

ঢাকা/এনাম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, দু’জন আটক

কুমিল্লার লালমাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। ধর্ষণের ঘটনায় সালিশ বৈঠক করার অভিযোগে এনামুল হোসেন বাচ্চু নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। শনিবার দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার ওসি শাহ আলম।

আটক জাহাঙ্গীর হোসেন পেরুল উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া গ্রামের বাসিন্দা। পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশার চালক। এনামুল হোসেন বাচ্চু পেরুল উত্তর ইউনিয়নের পাড়া দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

ধর্ষণের শিকার কিশোরীর মা জানান, তাঁর মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী। গত বৃহস্পতিবার দুপুরের পর জাহাঙ্গীর ঘরের পেছনের জানালা দিয়ে ডাক দিলে মেয়ে বের হয়ে যায়। জাহাঙ্গীর তাকে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। মেয়ে ঘরে এসে ঘটনা বললে গ্রামের মাতবরদের বিষয়টি জানান তিনি। তাঁর ভাষ্য, গত শুক্রবার সকাল ৭টার দিকে উৎসবপদুয়ার মাতবর জয়নাল আবেদীন ও পাড়া দৌলতপুরের মাতবর এনামুল হোসেন বাচ্চু গ্রামের চায়ের দোকানে বসে জাহাঙ্গীরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ও কান ধরে ওঠবস করান। সালিশে রায় কার্যকরের ৫০০০ টাকা তাৎক্ষণিক জয়নালের কাছে জমা দেওয়া হয়।

লালমাই থানার ওসি শাহ আলম সমকালকে জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর নামে একজনকে আটক করা হয়েছে। ধর্ষণের ঘটনায় সালিশ বৈঠক করায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রামের মাতবর এনামুল হোসেন বাচ্চুকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার পর রোববার আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, দু’জন আটক